Latest Viral Video: প্রকিতির উপর অত্য়াচারের ফল মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। তুরস্ক (Turkey) এবং সিরিয়ার ভূমিকম্পে ঘটা এক একটি ঘটনা কতটা ভয়াবহ তা মানুশ দেখে নিয়েছে। হাজার হাজার মানুষের মৃত্য়ুর খবর সকলের ঘুম কেড়ে নিওয়ার মতো। তুরস্কে মানুষের পাশাপাশি অনেক প্রাণীও মারা গিয়েছে। তাদের মধ্য়ে অনেক প্রাণীকে বাঁচানোর চেষ্টা করেছেন উদ্ধারকারীরা। এত খারাপ কিছুর মধ্য়েও একটি সুন্দর ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে ভূমিকম্পের (Earthquake) ধ্বংসাবশেষে চাপা পড়ে যাওয়া একটি বিড়ালকে (Cat) উদ্ধার করেছে এক উদ্ধারকারী। আর তারপর থেকে সেই উদ্ধারকারীকে কাছ ছাড়া করতে নারাজ বিড়ালটি। কাঁধেই জায়গা করে নিয়েছে নিজের। আশ্চর্যের বিষয় হল, লোকটি যখন থেকে বিড়ালের জীবন বাঁচিয়েছে, তখন থেকে বিড়ালটি তাকে কোনও মতোই ছাড়ছে না। সোশ্য়াল মিডিয়ায় ভিডিয়োটি (Video) অধিকাংশ মানুষের নজর কেড়েছে।
A cat was saved from under the rubble in Turkey. It now refuses to leave its rescuer’s side. pic.twitter.com/Nveaxu3QrG
— Anton Gerashchenko (@Gerashchenko_en) February 16, 2023
ভিডিয়োয় দেখা যাচ্ছে, চারিদিক ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। তার তার মাঝেই উদ্ধারকারী ব্য়ক্তিটি হাতে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছেন। আর তার কাঁধের উপর চড়ে বসে রয়েছে বিড়ালটি। শুধু তাই নয় কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে তার কাঁধে বসে পড়ল। তারপর মুখ দিয়ে একটু আদরও করে দিল বিড়ালটি। বুঝিয়ে দিল, তার প্রাণ বাঁচানোর জন্য় ধন্য়বাদ। ব্য়ক্তিটিও তার গায়ে মাথায় হাত বোলাতে থাকল। অসাধারণ এই ভিডিয়োটি দেখে আপনার মুখে হাসি আসতে বাধ্য়।
ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা (Minister of Internal Affairs of Ukraine) @Gerashchenko_en প্রায়ই টুইটারে অদ্ভুত ভিডিয়ো পোস্ট করেন। সম্প্রতি তিনি তুরস্কের বিড়ালের এই ভিডিয়েটি শেয়ার করছেন। শেয়ার করার পর থেকেই ঝরের বেগে ভাইরাল হয়েছে। হৃদয় ছুঁয়ে যাওয়া এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 35 লাখেরও বেশি ভিউ পেয়েছে। অনেকে কমেন্টএ করেছেন। একজন লিখেছেন, “জীবন বাঁচিয়েছে বলে বিড়ালটি তার পাশ ছাড়ছে না। যারা মনে করেন যে বিড়ালদের অনুভূতি নেই, এই ভিডিয়োটি তারা একবার দেখুন।”