সাপ, এই সরীসৃপের নাম শুনলেই শিরদাঁড়ায় হিমশীতল স্রোত বয়ে যায় অনেকেরই। আর এই সাপ যদি হয় দু’মুখো, তাহলে যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেই নমুনাই পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। আর সেখানে দেখা গিয়েছে, একই সঙ্গে দুটো ইঁদুরকে গিলে খাচ্ছে একটি দু’মুখো সাপ। এই ভয়ঙ্কর ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন নেটিজ়েনরা। ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করেছেন ব্লগার Brian Barczyk। দেশে-বিদেশে বিভিন্ন প্রাণীদের রহস্যময় এবং রোমাঞ্চকর মূহুর্ত খোঁজার জন্য ঘুরে বেড়ান এই ট্র্যাভেল ব্লগার। snakebytestv- ইনস্টাগ্রামের এই পেজে শেয়ার করা হয়েছে ওই বীভৎস ভিডিয়ো।
এমনিতে সাপ তার শিকার গিলেই খায়। তারপর হজম করে দেহের ভিতর। এখানেও সেই পদ্ধতিতেই শিকারকে বাগে আনতে দেখা গিয়েছে এই দু’মুখো সাপটিকে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, সাপটি তার দুটো মুখ দিয়ে একই সঙ্গে দু’টি ইঁদুর গিলে খাবার চেষ্টা করছে। এদিকে বাঁচার তাগিদে শেষ মুহূর্তে ছটফট করছে ইঁদুর দু’টি। নেটিজ়েনদের অনেকেই এই ভিডিয়ো দেখে বেশ ভয়ও পেয়ে গিয়েছে। আবার কেউ জিজ্ঞেস করেছেন, এমন দু’মুখো সাপ কোথায় পাওয়া যায়? কেউ বা জানতে চেয়েছেন এটা জিনের গঠনগত ফারাকের কারণে হয়েছে কিনা। অনেকে আবার জিজ্ঞেস করেছেন, এই সাপের খাদ্যনালীও নুখের মতোই দুটো, নাকি সেটা একত্রে মিলিত হয়েছে?
দেখুন সেই ভয়ঙ্কর মুহূর্তের ভিডিয়ো
এদিকে দু’মুখো সাপ নিয়ে এত কৌতূহলের পাশাপাশি নেটিজ়েনদের অনেকে কিন্তু আবার স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে এমন গা ঘিনঘিন করা ভিডিয়ো মোটেই পছন্দ হয়নি তাঁদের। এই ভিডিয়ো কবে কোথায় তোলা হয়েছে তা নিশ্চিত ভাবে জানা যায়নি।
আরও পড়ুন- Viral Video: বরমালার সময় স্টেজের উপর ‘কবাডি’ খেলছেন কনে! ভিডিয়ো দেখে হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা