Viral Video: বসার জায়গা নিয়ে বাসে দুই মহিলার বচসা, চুল ধরে টানাটানি, পুলিশ এসেও থামাতে পারলেন না

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 09, 2023 | 11:31 PM

Latest Viral Video: সরকারি বাসে সিট নিয়ে দুই মহিলার মধ্যে ঝামেলা। তাঁদের একজন কম বয়সী, আর একজনের বয়স একটু বেশি। বাসে বসার জায়গা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া এমনই পর্যায়ে পৌঁছে যায় যে, শেষ পর্যন্ত হাতাহাতিও বেঁধে যায়।

Viral Video: বসার জায়গা নিয়ে বাসে দুই মহিলার বচসা, চুল ধরে টানাটানি, পুলিশ এসেও থামাতে পারলেন না
পুলিশ এসেও থামাতে পারলেন না।

Follow Us

Latest Viral Video: এই ইন্টারনেটে আপনি কখন যে কী দেখতে পাবেন, তার আন্দাজ পর্যন্ত করতে পারবেন না। আর তাদের বিষয়বস্তু যতটা উদ্ভট আপনি ভাবতে পারেন না, তার থেকেও বেশি উদ্ভট হতে পারে। সেরকমই একটা ভিডিয়ো আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা, যা দেখলে আপনি আমাদের সঙ্গে একমত হবেন। সরকারি বাসে সিট নিয়ে দুই মহিলার মধ্যে ঝামেলা। তাঁদের একজন কম বয়সী, আর একজনের বয়স একটু বেশি। বাসে বসার জায়গা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া এমনই পর্যায়ে পৌঁছে যায় যে, শেষ পর্যন্ত হাতাহাতিও বেঁধে যায়। সেই ভিডিয়ো এখন ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল ক্লিপটিতে একজন মহিলা ও আর একজন কম বয়সী মেয়েকে একে অপরের চুল পর্যন্ত ধরে টানতে দেখা যায়।


ভিডিয়োতে দেখা গেল, দুই নারী তর্ক করতে-করতে তীব্র বচসায় জড়িয়ে পড়েন এবং শেষমেশ তাঁদের চুলোচুলি করতে দেখা যায়। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে ওঠে যে, ওই দুই মহিলার বচসা থামাতে শেষ পর্যন্ত সহযাত্রীদের হস্তক্ষেপ করতে হয়। কিন্তু তারপরেও কথা কাটাকাটি চলতে থাকে। শেষে পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছে যায় যে, পুলিশকে হস্তক্ষেপ করতে দেখা যায়। পুলিশ বাসে উঠে ওই দুই মহিলাকে নামিয়ে নিয়ে যান।

কিন্তু পুলিশও কিছু করতে পারেনি। কারণ, বাস থেকে নামার পরেও ওই দুই মহিলা একে অপরের সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন। একজন পুলিশ কনস্টেবল ওই দুই মহিলার মারামারি থামানোর প্রবল চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু বারংবার তিনি অসফল হচ্ছিলেন। গোটা ভিডিয়োতে দুই মহিলাকে তীব্র চেঁচামিচিও করতে দেখা যায়। তার কারণ তাঁরা একে অপরের সঙ্গে আক্রমণাত্মক ভাবে লড়াই করছিলেন।

টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @gharkekaleshh নামক একটি পেজ থেকে। প্রচুর মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। প্রতিবেদনটি লেখার সময় ভিডিয়োর ভিউ 68.7K। প্রচুর মানুষ রিটুইট করেছেন। কমেন্টও করেছেন অনেকে।

বেশির ভাগ টুইটার ব্যবহারকারীই এই ভিডিয়োটি দেখার পর হাস্যকর মন্তব্য করেছেন। কেউ বলেছেন, তাঁরাও পাবলিক ট্রান্সপোর্টে ভ্রমণের সময় এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। কেউ আবার যোগ করেছেন, মহিলারা আরও কিছুক্ষণ ঝামেলা চালিয়ে গেলে নিজেদের গন্তব্যে এভাবেই পৌঁছে যেতেন।

Next Article