Viral Video: রেললাইনে দাঁড়িয়ে রিলস বানানোর নেশা! ট্রেন এসে উড়িয়ে নিয়ে গেল কিশোরকে

Viral Video Today: ছেলেটি রেললাইন দিয়ে হাঁটছে। ঠিক সেই সময়ই তাকে ধাক্কা মারল চলন্ত একটি ট্রেন। ভিডিয়োতে অন্য একজনেরও প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। সম্ভবত, সে ফরমানের বন্ধু। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় সে হতবাক হয়ে গিয়েছিল। দুঃখজনক ভাবে ফরমানকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

Viral Video: রেললাইনে দাঁড়িয়ে রিলস বানানোর নেশা! ট্রেন এসে উড়িয়ে নিয়ে গেল কিশোরকে
সেলফি তৈরির নেশা সর্বনাশা!
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2023 | 6:05 PM

Latest Viral Video: সোশ্যাল মিডিয়া যে ভাবে সারা দুনিয়াকে ব্যবহারকারীদের হাতের মুঠোয় এনে দিচ্ছে, ঠিক সেই ভাবেই মানুষের মধ্যে রাতারাতি ভাইরাল হওয়ার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে। সেই ভাইরাল হওয়ার উদগ্র বাসনাই মানুষকে বিপজ্জনক কার্যকলাপে নিয়োজিত করছে। মানুষজনের ঝুঁকিপূর্ণ প্রচেষ্টা দুঃখজনক পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রাম রিলের নেশা যে কতটা সর্বনাশা হতে পারে, তা ফুটে উঠেছে ওই ভিডিয়োতে।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বারাবাঙ্কিতে, যেখানে এক কিশোর মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, 14 বছর বয়সী ছেলেটির নাম ফরমান। ইনস্টাগ্রাম রিলের জন্য সে নাটকীয় ফুটেজ ক্যাপচার করতে বেপরোয়াভাবে রেললাইনে দাঁড়িয়েছিল। ব্যস! আর দেখে কে! মুহূর্তে অন্ধকার নেমে আসে কিশোরের জীবনে।

ভিডিয়োতে দেখা গেল, ছেলেটি রেললাইন দিয়ে হাঁটছে। ঠিক সেই সময়ই তাকে ধাক্কা মারল চলন্ত একটি ট্রেন। ভিডিয়োতে অন্য একজনেরও প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। সম্ভবত, সে ফরমানের বন্ধু। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় সে হতবাক হয়ে গিয়েছিল। দুঃখজনক ভাবে ফরমানকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। তার শোকার্ত পরিবারকে এই মর্মান্তিক ঘটনার বিষয়ে অবহিত করা হলে সঙ্গে সঙ্গেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে যান। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, জিআরপি এসএইচও ধর্মেন্দ্র সিং ছেলেটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠান।

X প্ল্যাটফর্মে এই ভিডিয়োটি শেয়ার করা হয়। অনলাইনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এই ভিডিয়ো। নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কিছু ব্যবহারকারী বলেছেন, ‘এ বিষয়ে ভারতীয় রেলের আরও কিছু কড়া নিয়ম করা দরকার।’ অন্য একজন হতাশা প্রকাশ করে বলেছেন, “এই বাচ্চা-বাচ্চা ছেলেগুলো বেপরোয়া আচরণ করে, ভাইরাল হওয়ার নেশায় ট্রেনের সামনে চলে আসে আর জীবনটাকেই ঝুঁকির মধ্যে ফেলে দেয়।”