Viral Video: ঘরের চালে 16 ফুটের অজগর, চেহারায় অ্যানাকোন্ডার থেকে কোনও অংশে কম নয়!

Latest Viral Video: ভিডিয়টির ক্যাপশনে লেখা আছে- "অস্ট্রেলিয়ায় একটি সাধারণ ব্যাপার।" আসলে অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারুর পাশাপাশি অজগর এবং সাপও প্রচুর দেখা যায়, তাই এখানে এটি হওয়া সাধারণ।

Viral Video: ঘরের চালে 16 ফুটের অজগর, চেহারায় অ্যানাকোন্ডার থেকে কোনও অংশে কম নয়!

| Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 03, 2023 | 2:55 PM

Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় সাপের অনেক ভিডিয়ো ভাইরাল হয়। কিন্তু অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে অধিকাংশ নেটিজ়েনদের চোখ কপালে উঠেছে। অস্ট্রেলিয়ায় অজগর দেখা সাধারণ হলেও এত লম্বা অজগর দেখে মানুষ অবাক। অ্যানাকোন্ডার মতো লম্বা অজগর সাপ, যার দৈর্ঘ্য 16 ফুটের বেশি। সে একটি বাড়ির ছাদ থেকে গাছে বেয়ে বেরাচ্ছে। আর সেই ভিডিয়ো পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আগেও এমন ভিডিয়ো ভাইরাল হয়েছে। তার মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। এটি তেমনই একটি ভিডিয়ো।

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, 16 ফুট লম্বা অজগর বাড়ির ছাদ থেকে পাশের গাছে এগিয়ে যাচ্ছে। ভিডিয়োতে আসা শব্দগুলো শুনে মনে হচ্ছে মানুষ খুব ভয় পেয়েছে। এমনকি ভয়ে একটি মেয়ের কান্নার শব্দও শোনা যাচ্ছে। কীভাবে এই অজগর এত উঁচুতে পৌঁছল তা ভাবার বিষয়। তবে বলা হচ্ছে এই দৃশ্য দেখে আশেপাশের লোকজন খুবই আতঙ্কিত। আর সব থেকে অবাক করা ব্যাপার হল অজগরটি এক গাছ থেকে বেয়ে অন্য গাছে যাচ্ছে।


ভিডিয়টির ক্যাপশনে লেখা আছে- “অস্ট্রেলিয়ায় একটি সাধারণ ব্যাপার।” আসলে অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারুর পাশাপাশি অজগর এবং সাপও প্রচুর দেখা যায়, তাই এখানে এটি হওয়া সাধারণ। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এই কারণেই আমি অস্ট্রেলিয়ায় থাকতে পছন্দ করি না।” আরও একজন ম্যাসেজ করেছেন, “অজগরটিকে অ্যানাকোন্ডার সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু আদতে অ্যানাকোন্ডা আরও বেশি বড় হয়।”