Viral Video: 62 বছর বয়সে সিক্স প্যাক বডি বানিয়ে তাক লাগালেন এই মহিলা, সৌন্দর্যে মজেছে নেটিজেনরা
Latest Viral Video: 62 বছর বয়সে এক মহিলা সিক্স প্যাক বডি বানিয়েছেন। ভাবতে পারছেন! আর তা দেখেই অবাক অধিকাংশ নেটিজ়েন।
Viral Video Today: দিনভর জাঙ্ক ফুড খেয়ে পেট ভরানোর মানুষই সিংহভাগ। ফলস্বরূপ বাড়ছে পেট, শরীরে বাড়ছে স্থূলতা। ফিটনেসের প্রতি গুরুত্ব ক’জনই বা দেন! তবে অস্বীকার করার উপায় নেই, বর্তমানে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা কিন্তু বেড়েছে। আর সেই নিয়ে প্রতিদিনই কিছু না কিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ফিটনেস ফ্রিক হওয়া আজকাল ট্রেন্ডে রয়েছে। এমন পরিস্থিতিতে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে তো বটেই, সেই সঙ্গে আত্মবিশ্বাসও বাড়বে। 62 বছর বয়সে এক মহিলা সিক্স প্যাক বডি বানিয়েছেন। ভাবতে পারছেন! আর তা দেখেই অবাক অধিকাংশ নেটিজ়েন। ওই বয়সে বেশিরভাগ মানুষের হাঁটুর ব্যথা, গাঁটের ব্যথাই সঙ্গী হয়। সেখানে এই মহিলা একেবারেই ব্যতিক্রমী। প্রথম দেখায় তাকে কোনও মতেই 62 বছর বয়সী বলে মনে হবে না আপনার। রীতিমতো লাস্যময়ী তিনি। তাঁর অপূর্ব চেহারা দেখে চোখ ফেরাতে পারবেন না। ঘোর কাটবে গুগল সার্চ করলেই। সেখানেই দেখতে পাবেন মহিলার আসল বয়স।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক বিদেশি মহিলা বেয়ামের ম্যাটে বসে রয়েছেন। দেখে মনেই হচ্ছে তিনি বেয়াম করছিলেন। প্রথমে আপনি ভাবতেও পারবেন না যে, মহিলার সিক্স প্যাক বডি থাকতে পারে। কিন্তু পরের মুহূর্তেই যখন তিনি হাঁটুতে ভর দিয়ে উঠে দাড়াবেন, তখন তাকে দেখে আপনি চমকে যাবেন। তার এমন ফিটনেসের ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
View this post on Instagram
এই ভিডিয়োটি ‘ক্যারলভার্ডার্স’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে শেয়ার করা হয়েছে। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিয়োটিতে এখনও পর্যন্ত 8 হাজারেরও বেশি লাইক পড়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। কেউ বলেছেন, “দেখে অপূর্ব লাগল। ওনাকে দেখে কেউ বুঝবে না তার এত বয়স।”