রাতে ছোট বাচ্চাটিকে পাশে নিয়ে শুয়ে আছেন। আপনি দিব্যি ঘুমচ্ছেন। আর হঠাৎই সে কেঁদে উঠল। আপনি ধরপর করে উঠে ভাবলেন, তার খিদে পেয়েছে। আর খাওয়াতে চাইলেও সে খেতে চাইল না। কোনও রকমে ঘুম পারিয়ে আবার আপনি ঘুমিয়ে গেলেন। পরের বারও ঠিক তেমনটাই হল। এমন হচ্ছে না তো যে, আপনার নাক ডাকার আওয়াজে সে বার বার কেঁদে উঠছে? শুনে হেসে উঠলেন তো? এমনটা হতেই পারে। তারই প্রমান দিল এই শিশুটি। বর্তমানে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজ়েনদের হাসি থামানো দায় হয়ে গিয়েছে। একটি শিশু তার বাবার নাক ডাকার আওয়াজে এতটাই ভয় পেয়েছে যে, সে কেঁদে উঠেছে। ভিডিয়োটি দেখুন একবার।
কী দেখা যাচ্ছে ভাইরাল হওয়া ভিডিয়োয়? ভিডিয়োটি দেখা যাচ্ছে, একটি ছোট বাচ্চা বিছানায় বসে আছে। আর তার মা পাশে বসে আছে। এমনকি বাচ্চাটি হাসতে শুরু করল। তারপরই হঠাৎ তার বাবা জোরে নাক ডাকতে শুরু করলেই, শিশুটি খুব ভয় পেয়ে যায় এবং জোরে জোরে কাঁদতে থাকে। সে কিছুতেই বুঝে উঠতে পারে না, যে তার বাবা কেন এমন করছে। আর এই পুরো ঘটনাটি তার মা ভিডিয়ো করেছে। এখন সেই ভিডিয়ো প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োটি ভাইরাল হতেই প্রচুর মানুষ তা লাইক আর শেয়ার করেছেন। মজার ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত অনেকে অনেক কমেন্টও করেছে। কেউ মজার ছলে কমেন্টে লিখেছেন,”এবার আমিও বুঝতে পারলাম কেন আমার বাচ্চাটি মাঝ রাতে কেঁদে ওঠে।” এক ব্যক্তি লিখেছেন, “বাবার নাক ডাকার আওয়াজে এতটাই ভয় পেয়েছে যে সঙ্গে সঙ্গে কেঁদে উঠল।”