ইন্টারনেটের যুগে অনেক ধরনের স্টান্টই ভাইরাল হয়। কিছু কিছু বিপজ্জনক মনে হলেও, তার মধ্য়েই এমন কিছু ভিডিয়ো থাকে, যা আপনার নজর কাড়তে বাধ্য। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিয়োতে একজন মাঝি চলন্ত নৌকা থেকে নামছেন। আবার সেই নৌকাতেই ঝাঁপিয়ে পড়ছেন। কিন্তু কীভাবে? প্রথমে একটি লাঠির সাহায্য নিচয়ে নৌকা থেকে ব্রিজে উঠে পড়েন। তারপরে হেঁটে ব্রিজের অপর দিকে গিয়ে সেই লাঠিটিতে ভর দিয়ে নোকায় ঝাঁপিয়ে পড়েন। ভাবছেন তো? এমনটা কীভাবে সম্ভব? ভিডিয়োটি দেখুন একবার।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক নাবিক একটি নৌকার স্টিয়ারিং ধরে আছেন, যাতে অনেক যাত্রী বসে আছে। একটি খালের দুপাশে বাড়িঘর আছে সেখানে নৌকা চলছে। একটি ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নাবিক নৌকাটি ছেড়ে ব্রিজে উঠে যায় এবং তারপরে ব্রিজের অপর প্রান্তে পৌঁছে এমনভাবে লাফ দেয়, যা দেখে আপনি চমকে উঠবেন। এই পুরো সময়ের মধ্যে নৌকাটি একেবারের জন্যও থামেনি। এমনকি ধীরেও হয়নি। তাও সেই ব্যক্তি এমনভাবে সঠিক সময়ে নৌকায় নামতে পেরেছেন।
A bit of a showoff. pic.twitter.com/FKy9AvWNZm
— Fascinating (@fasc1nate) September 19, 2023
টুইটার অ্যাকাউন্ট @fasc1nate-এ প্রায়ই অনেক ভিডিয়ো পোস্ট করা হয়। সম্প্রতি এই অ্যাকাউন্টে নাবিকের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। পোস্ট করার পরই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত এই ভিডিয়োটি 17 লাখেরও বেশি ভিউ পেয়েছে এবং অনেকে কমেন্ট করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “দেখে অবাক হলাম। সোশ্যাল মিডিয়ার যুগে এমন অনেক ভাল ভিডিয়ো দেখতে পাওয়া যায়।” আরও এক ব্যক্তি বলেছেন, “নাবিকটি এই কাজে বেশ দক্ষ। তবেই এমন করা সম্ভব হচ্ছে।”