Viral Video: এ কেমন ভালবাসা! হাতে কামড়ে দিল প্রেমিকা, সেই দাঁতের দাগই ট্যাটু করাল ‘প্রেমিক’ যুবক

Latest Viral Video: এ কী কথা! কামড়ে দিয়ে তারপর তাতে ট্যাটু। তা আবার নাকি ট্রেন্ডে পরিণত হয়েছে। আর সেই ভিডিয়ো ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত প্রচুর মানুষ লাইক করেছে। অনেকে অনেক কমেন্টও করেছে এই ভিডিয়োয়।

Viral Video: এ কেমন ভালবাসা! হাতে কামড়ে দিল প্রেমিকা, সেই দাঁতের দাগই ট্যাটু করাল 'প্রেমিক' যুবক
Follow Us:
| Edited By: | Updated on: Oct 01, 2023 | 4:25 PM

প্রেমিকের হাতে সজোরে এক কামড় বসাল প্রেমিকা। না একেবারেই ইচ্ছাকৃতভাবে। সেটিকে যে ট্যাটু করে রাখতে হবে। শুনেই অবাক হতেন তাই তো? ভাবছেন এ আবার কী কথা। কামড়ের চিহ্নের উপর ট্যাটু। এত দিন পর্যন্ত দেখে এসেছেন প্রেমিক প্রেমিকার নাম লিখছে। কখনও আবার প্রেমিকা তার প্রেমিকের ছবি ট্যাটু করাচ্ছে। কিন্তু এ কী কথা! কামড়ে দিয়ে তারপর তাতে ট্যাটু। তা আবার নাকি ট্রেন্ডে পরিণত হয়েছে। আর সেই ভিডিয়ো ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে। যুগল একটি ট্যাটু পার্লারে গিয়েছে। আর সেখানেই মেয়েটি ছেলেঠির হাতে জোরে কামরে দেয়। ব্যাস ততক্ষণে ট্যাটু আর্টিস্টও একদম রেডি ট্যাটু করার জন্য প্রথমে কামড়ের দাগে ভাল করে এঁকে নেওয়া হল। তারপরে ট্যুট করে ফেললেন ট্যাটু আর্টিস্ট। সঙ্গে আবার একটি তারিখও লেখা। যুগলের এমন কাণ্ড দেখে হতবাক অধিকাংশ নেটিজ়েন।

ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত প্রচুর মানুষ লাইক করেছে। অনেকে অনেক কমেন্টও করেছে এই ভিডিয়োয়। এর আগেও একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় এক প্রেমিকা তার প্রেমিকের কাঁধে চুমু খেয়ে লিপস্টিকের ছাপ দিয়েছে। প্রেমিক এই লিপস্টিক চিহ্নটিকে ট্যাটু করেছে। আর তার সঙ্গেও একটি তারিখ লেখা হয়েছে। এই সব ভিডিয়ো দেখে হুঁশ উড়েছে অধিকাংশ নেটিজেনের। প্রচুর মানুষ কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “আজকাল প্রেমিক প্রেমিকারা তাদের ভালবাসা প্রকাশ করার জন্য বিভিন্ন উপায়ে ট্যাটু করাচ্ছে।”