Viral Video: এসক্যালেটর ও দেওয়ালের মাঝে আটকে গেল এক কিশোরের মাথা, তারপরের দৃশ্য সত্যিই ভয়াবহ!

Latest Viral Video: ভিডিয়োটি @NoCapFights নামে একটি আইডি দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। মাত্র 37 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত হাজার হাজার মানুষ দেখেছে।

Viral Video: এসক্যালেটর ও দেওয়ালের মাঝে আটকে গেল এক কিশোরের মাথা, তারপরের দৃশ্য সত্যিই ভয়াবহ!

| Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 28, 2023 | 3:10 PM

Viral Video Today: আজকাল ছোট বড় যে কোনও মলেই এসক্যালেটর দেখা যায়। সেখানেই খেয়াল করলে দেখবেন, এমন অনেক মানুষ আছেন, যারা এসক্যালেটরে উঠতে ভয় পান। ফলে লিফট-এ করেও উপরে ওঠেন কিছু মানুষ। অনেক সময় এসক্যালেটরে বিপদও ঘটে যায়। তার সিসিটিভি ফুটেজও কখনও কখনও ভাইরাল হয়। এবার এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাছাড়াও সোশ্যাল মিডিয়ার যুগে প্রায়ই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। কখনও এমন কিছু ভিডিয়ো চোখে পড়ে, যা দেখে হাসি থামিয়ে রাখা দায় হয়ে যায়। আবার কোনও কোনও ভিডিয়ো দেখে শিউরে ওঠে অধিকাংশ নেটিজেন। এই ভিডিয়োটিও কিছুটা এমনই।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ছেলে এসক্যালেটর দিয়ে উপরে উঠছে। ওঠার সময় সেই ছেলেটির মাথা দেওয়ালের মাঝখানে আটকে যায়। এসক্যালেটর এবং দেয়ালের মধ্যে আটকে থাকা তার মাথা সরাতে মলের অন্য কর্মচারীদের ডাকতে হয়। অনেক চেষ্টার পর তারা ছেলেটির মাথা বের করা যায়। ভিডিয়োতে দেখা যায়, ছেলেটি এসক্যালেটরে উঠছে, এমন সময় হঠাৎ তার মাথা দেয়ালের নিচে আটকে যায়। যদিও এই সময়ে কিছু লোক তাকে সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু তার মাথাটি এমনভাবেই আটকে গিয়েছে, যে কিছুই করার থাকে না।


ভিডিয়োটি @NoCapFights নামে একটি আইডি দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। মাত্র 37 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত হাজার হাজার মানুষ দেখেছে। আর শত শত মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন ভাইরাল হওয়া ভিডিয়োটিতে। কেউ বলেছেন, “কখন কীভাবে বিপদ ঘটে যায়, তা বলা যায় না।”