Viral Video: এক চাকার সাইকেলে দুর্ধর্ষ স্টান্ট কিশোরের, প্রতিভাকে কুর্নিশ জানাচ্ছে নেটিজ়েনরা

Latest Viral Video: ভিডিয়ো ক্লিপটি @TansuYegen মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে (এখন X) শেয়ার করেছেন। 26 অগাস্ট শেয়ার করা ভিডিয়োটিতে এখনও পর্যন্ত 4 লাখের বেশি ভিউ হয়েছে। সেই সঙ্গে লাইকও করেছে লাখ লাখ মানুষ।

Viral Video: এক চাকার সাইকেলে দুর্ধর্ষ স্টান্ট কিশোরের, প্রতিভাকে কুর্নিশ জানাচ্ছে নেটিজ়েনরা

| Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 29, 2023 | 9:00 AM

Viral Video Today: বাইক, গাড়ি বা সাইকেলে স্টান্ট করতে তো অনেককেই দেখেছেন। এমনকি তার ফলে ঘটা ভয়াবহ দুর্ঘটনার বিভিন্ন ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু কখনও কাউকে একটি চাকার উপর একপায়ে দাঁড়িয়ে স্টান্ট করতে দেখেছেন? ব্যাপারটা ঠিক স্পষ্ট হল না তাই তো? তার জন্য ভিডিয়োটি দেখতে হবে। সোশ্যাল মিডিয়ার যুগে প্রচুর প্রতিভা উঠে আসে। তেমনই এই যুবকের প্রতিভা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।

এই 34-সেকেন্ডের ক্লিপে, একটি যুবক এক চাকা সাইকেলে বসে আছেন। তার একটি পা সাইকেলের প্যাডেলে। সেখানে তার ওপর একটি ছোট পাত্র বসানো হয়। শুধু তাই নয়, শিশুটির চুমুকের ওপর একটি বাটিও রাখা হয়েছে। ভিডিয়োর প্রথমে আপনি দেখতে পাবেন, শিশুটি এক পায়ে ভারসাম্য বজায় রেখে সাইকেলটিকে সামনে পিছনে নিয়ে যাচ্ছে। পরের মুহুর্তে, সে তার পায়ে রাখা পাত্রটি তার উপর রাখা বাটিগুলি মাথার উপর নিয়ে নেয়। এমনভাবে ছোঁড়ে যে সেগুলি মাথার উপর গিয়ে আবার সেইভাবেই বসে যায়, পায়ে ঠিক যেমন ছিল।


ভিডিয়ো ক্লিপটি @TansuYegen মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে (এখন X) শেয়ার করেছেন। 26 অগাস্ট শেয়ার করা ভিডিয়োটিতে এখনও পর্যন্ত 4 লাখের বেশি ভিউ হয়েছে। সেই সঙ্গে লাইকও করেছে লাখ লাখ মানুষ। অনেকে যুবকটির প্রতিভার প্রশংসা করছেন। একজন লিখেছেন – “আমি এই যুবকের ভারসাম্য দেখে অবাক।” এছাড়াও অনেকে অনেক কমেন্ট করেছে এই ভিডিয়োয়। কেউ বলেছেন, “আমি অবাক হয়ে দেখলাম। এই ধরনের ভিডিয়ো ইন্টারনেট না থাকলে ভাইরাল হত না।”