Viral Video: তাসা পার্টি নিয়ে বর এন্ট্রি নিতেই দৌড় কনের, এ কী করলেন ব্যালকনিতে…

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 31, 2023 | 4:09 PM

Bride Reaction Viral Video: এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকে অনেক কমেন্টও করছেন ভিডিয়ো দেখে। আপনিও দেখুন মন খারাপ থাকলেও ভাল হয়ে যাবে।

Viral Video: তাসা পার্টি নিয়ে বর এন্ট্রি নিতেই দৌড় কনের, এ কী করলেন ব্যালকনিতে...

Follow Us

Latest Viral Video: সোশ্য়াল মিডিয়ায় (Social Media) অনেক ধরনের বিয়ের ভিডিয়োই ভাইরাল হয়। কখনও বর নতুন কনেকে কোলে তুলতে গিয়ে ফেলে দেয়। আবার কখনও বা বিয়ের মণ্ডপে হঠাৎ নতুন কনে নেচে ওঠে। তবে তার মধ্য়েও এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখলে আপনার মুখে হাসি আসতে বাধ্য়। মন খারাপ থাকলেও ভাল হয়ে যায় এই সব ভিডিয়োগুলি দেখলে। তেমনই একটি বিয়ের আগের মুহূর্তের মিষ্টি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিয়ের সাজে বসে রয়েছে নতুন কনে, কখন বর আসবে সেই অপেক্ষায়। আর ঠিক সেই সময় বরের এন্ট্রি (Groom Entry) হয় মন্ডপে। সেই বাজনা শুনতে পেয়ে কনে (Bride) ছুটে আসে বরকে দেখবে বলে। শুধু তাই নয়, বরের নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে। বরের কানে সেই আওয়াজ যেতেই তাকায় কনের দিকে। বারান্দায় দাঁড়িয়ে নতুন কনে এমন কিছু করে যা দেখলে আপনার মুখে হাসি চলে আসবে।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, লাল লেহেঙ্গা পরে বারান্দায় দাঁড়িয়ে আছেন নববধূ। ব্যাকগ্রাউন্ডে কেউ একজন বলেছেন “বর এসেছে”। আর তা শুনতেই দৌড়ে বারান্দায় পৌঁছে যায় কনে, বরকে দেখবে বলে। কনেকে দেখেই বুঝতে পারবেন বরকে দেখার জন্য সে কতটা ব্যাকুল। সে বড়কে দেখা মাত্রই ‘চিনু-চিনু’ বলে ডাকতে শুরু করে। আর সেই ডাক শুনতে পেয়ে তাকাতেই , বারান্দায় দাঁড়িয়ে বড়ের দিকে চুমু ছুঁড়ে দেয় কনে।

এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকে অনেক কমেন্টও করছেন এই মিষ্টি মুহূর্ত দেখে। একজন লিখেছেন, “কনেকে এমনভাবে দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে গেল।” আরও একজন কমেন্ট করেছেন, “নতুন কনেকে অপূর্ব লাগছে।”

Next Article