Viral Video: ফটোশুট না যোগাসন, ধরতে পারবেন না! বরের বুকে উঠে স্টান্ট দেখিয়ে ভাইরাল নববধূ..

Latest Viral Video: ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকে অনেক কমেন্ট করেন। কেউ বলেন,"ভাইরাল হওয়ার জন্য এবার নতুন কনে এই সবও করবে।" আরও এক ব্যক্তি কমেন্টে মজার ছলে লিখেছেন, "সবই ঠিক ছিল, কিন্তু তা বলে বুকে পা দিয়ে উঠে পড়বে?"

Viral Video: ফটোশুট না যোগাসন, ধরতে পারবেন না! বরের বুকে উঠে স্টান্ট দেখিয়ে ভাইরাল নববধূ..

| Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 25, 2023 | 8:06 PM

Viral Video Today: এখনও পর্যন্ত আপনি নিশ্চয়ই অনেক বিয়ের ভাইরাল ভিডিয়ো দেখেছেন। কখনও বর নতুন কনেকে কলে তুলতে গিয়ে পড়ে যায়। আবার কখনও কনে এমন কিছু করে বসে, যা দেখে অবাক হওয়ার জোগাড় হয়। বিগত কয়েক বছর ধরে বিয়ের আগে ফটোশুট করার একটি চল হয়েছে। এই প্রি ওয়েডিং করার জন্য অনেকে অনেক টাকা খরচ করেন। কেউ আবার এমন সব জায়গা বেছে নেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে বিয়ের সময় ফটো শুট করা কালীন বর বউ এমন কিছু পোজ় দিল, যা দেখে আপনার হাসি থামবে না।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ফটোশুটের জন্য বরের বুকে দাঁড়িয়ে আছে এক কনে। কনে তার এক পা বরের মাথার উপর রেখে অন্য পা বরের হাঁটুতে রেখেছে। তারপর বরের হাত ছেড়ে সে। তার দুই হাত হাওয়ায় ছড়িয়ে দিতে থাকে। শুধু তাই নয়, ভিডিয়ো শুট করতে কনে পাখির মতো হাত নারাতে শুরু করে। বিভিন্ন স্টাইলে পোজ দিতে থাকে নববধূ। এই ভিডিয়ো দেখে হতবাক অধিকাংশ নেটিজ়েন।


ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকে অনেক কমেন্ট করেন। কেউ বলেন,”ভাইরাল হওয়ার জন্য এবার নতুন কনে এই সবও করবে।” আরও এক ব্যক্তি কমেন্টে মজার ছলে লিখেছেন, “সবই ঠিক ছিল, কিন্তু তা বলে বুকে পা দিয়ে উঠে পড়বে?” এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর একজন ব্যবহারকারী লিখেছেন, “তিনি একজন মহিলা, তিনি যে কোনও কিছু করতে পারেন।”