Viral Video: 3 ফুটের রাস্তায় গাড়ি ঢুকিয়েও বের করে আনল চালক, না দেখলে বিশ্বাস হবে না!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 28, 2023 | 1:14 PM

Latest Viral Video: ভাইরাল হওয়া ভিডিয়োটি @TheFigen_Name নামের একজন ব্যবহারকারী শেয়ার করেছেন । এখন পর্যন্ত 15 মিলিয়নেরও বেশি মানুষ এটি দেখেছেন এবং 81 হাজারেরও বেশি মানুষ এই ভিডিয়োটি লাইক করেছেন। ভিডিয়োটি দেখে এক ব্যবহারকারী কমেন্টে লিখেছেন, "গাড়ির রিভার্স গিয়ার তো অবশ্যই কাজ করে, তাহলে এভাবে ঘোরানোর কী দরকার ছিল?"

Viral Video: 3 ফুটের রাস্তায় গাড়ি ঢুকিয়েও বের করে আনল চালক, না দেখলে বিশ্বাস হবে না!

Follow Us

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়। এক কথায় ইন্টারনেট আছে বলেই হয়তো কিছু পারদর্শী মানুষের প্রতিভা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। শুধুই প্রতিভা বললে ভুল বলা হবে, এমনও কিছু ভিডিয়ো থাকে যেখানে জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক স্টান্ট করতে দেখা যায়। সামান্য কিছু লাইক আর শেয়ারের জন্য নিজের জীবনের পরোয়া করে না অনেক মানুষ। এই সব কিছুর মধ্যে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা ইতিমধ্যেই প্রচুর সংখ্যক নেটিজ়েনের নজর কেড়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তিকে একটি উঁচু পাহাড়ের উপর গাড়ি ঘোরানের চেষ্টা করছেন। রাস্তা এতই সরু যে তাতে সোজা গাড়ি চালানো প্রায় মুশকিল। আর সেই সরু রাস্তাতেই তিনি গাড়িটিকে একটু একটু করে ঘুরিয়ে ফেলছেন। সবচেয়ে অবাক ব্যাপার হল, গাড়িটির পিছনের দু’টো চাকা ঝুলছে রাস্তার বাইরে। একটু এদিক ওদিক হলেই একেবারে খাদে পড়বে গাড়ি। দূরে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। আর সেখানে থাকা এক ব্যক্তি এই পুরো ঘটনাটি ভিডিয়ো করেছেন। কয়েক মিনিট পড়ে আপনি দেখতে পাবেন, গাড়ি চালক ওই সরু জায়গা থেকেই ঘুরিয়ে ফেলেছে চার চাকা গাড়িটা। একেবারে শেষে গাড়ির পুরো পেছনের টায়ার রাস্তা থেকে ঝুলতে দেখা যাবে।


ভাইরাল হওয়া ভিডিয়োটি @TheFigen_Name নামের একজন ব্যবহারকারী শেয়ার করেছেন । এখন পর্যন্ত 15 মিলিয়নেরও বেশি মানুষ এটি দেখেছেন এবং 81 হাজারেরও বেশি মানুষ এই ভিডিয়োটি লাইক করেছেন। ভিডিয়োটি দেখে এক ব্যবহারকারী কমেন্টে লিখেছেন, “গাড়ির রিভার্স গিয়ার তো অবশ্যই কাজ করে, তাহলে এভাবে ঘোরানোর কী দরকার ছিল?” আরও এক ব্যক্তি লিখেছেন, “অবশ্যই অবাক করা একটা কাজ। কিন্তু যখন তখন বিপদ ঘটে যেতে পারত।”

Next Article