Viral Video: শিউরে ওঠা ভিডিয়ো, খাদে পড়তে থাকা গাড়ি থেকে বন্ধুকে বাঁচালেন 3…

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। তারই মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা আপনার নজর কাড়তে বাধ্য। এটি তেমনই একটি ভিডিয়ো। ভাইরাল হওয়া ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?

Viral Video: শিউরে ওঠা ভিডিয়ো, খাদে পড়তে থাকা গাড়ি থেকে বন্ধুকে বাঁচালেন 3...

| Edited By: অন্বেষা বিশ্বাস

Dec 08, 2023 | 2:04 PM

কথায় আছে, বিপদে না পড়লে নাকি বন্ধু চেনা যায় না। আর এই বন্ধুদেরই বিপদে ঝাঁপিয়ে পড়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে কিছু বন্ধু মিলে একটি বন্ধুকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে যা করল, তা দেখে হতবাক অধিকাংশ নেটিজেন। সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। তারই মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা আপনার নজর কাড়তে বাধ্য। এটি তেমনই একটি ভিডিয়ো। ভাইরাল হওয়া ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি গাড়ি গভীর খাদে পড়ে যাচ্ছে। একই সঙ্গে গাড়িতে উপস্থিত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করছেন কয়েকজন বন্ধু। লোকটা গাড়ি থেকে নামার চেষ্টা করছে। বন্ধুদের অনেক চেষ্টায় লোকটি গাড়ি থেকে নামতে পারে। লোকটি নামার সঙ্গে সঙ্গে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। আর গাড়ির ভিতরে থাকা ব্যক্তিকে বাইরে বের করে আনতে, তিন বন্ধুকে জীবনের ঝুঁকি নিয়ে হাত ধরে খাদের দিকে নামতে দেখা যায়।


ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ @HasnaZaruriHai নামের একজন ব্যবহারকারী শেয়ার করেছেন, যা এখনও পর্যন্ত 50 হাজারেরও বেশি মানুষ দেখেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “এমন বন্ধুদের প্রশংসা করা ছাড়া আর কোনও উপায় থাকে না। এরাই হল আসল বন্ধু।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “বিপদে না পড়লে কখনওই সত্যি কারের বন্ধুকে চেনা যায় না। তিন বন্ধু যেভাবে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়েছে, তা খুব কম মানুষই করে।”