Viral Video: যাত্রী ভর্তি বাসের দিকে রে রে করে ছুটে এল দাঁতাল হাতি; তারপর যা কাণ্ড হল, তা ভাবনার বাইরে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 25, 2023 | 4:48 PM

Latest Viral Video: একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি হাতিকে পর্যটকদের দিকে দৌড়ে এসে আক্রমণ করতে দেখা যাচ্ছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এমন পর্যটকরা এমন কিছু করল, যা দেখলে আপনি অবাক হবেন।

Viral Video: যাত্রী ভর্তি বাসের দিকে রে রে করে ছুটে এল দাঁতাল হাতি; তারপর যা কাণ্ড হল, তা ভাবনার বাইরে

Follow Us

Viral Video Today: জঙ্গলে সাফারিতে গিয়ে অনেকেরই অনেক ধরনের অভিজ্ঞতা হয়। কখনও যাওয়ার রাস্তায় বাঘের দেখা পান, আবার কখনও কোনও পশুর দেখা না পেয়েই হতাস মনে ফিরে আসেন। অনেকে আবার হাতির সম্মূখীন হয়েছেন, এমন ঘটনাও আছে। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি হাতিকে পর্যটকদের দিকে দৌড়ে এসে আক্রমণ করতে দেখা যাচ্ছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এমন পর্যটকরা এমন কিছু করল, যা দেখলে আপনি অবাক হবেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটি কর্ণাটকের। ভিডিয়োয় দেখা যাচ্ছে, কিছু মানুষ বাসে করে বনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন হঠাৎ একটি প্রকাণ্ড হাতি সেখানে আসে। দ্রুত বাসের দিকে এগিয়ে যেতে শুরু করে, যা দেখে বাসে থাকা লোকজন ভয়ে চিৎকার করে ওঠে। সেই চিৎকার শুনে হাতিটি আরও জোরে বাসের দিকে এগতে থাকে। তখন বাসের চালক সবাইকে চুপ করে যেতে বলে। বাসের কাছে এসে হাতিটিও চিৎকার করে, তবুও সবাই চুপ থাকে। এটা দেখে হাতি তার পথে চলে যায়।


টুইটারে এই ভিডিয়োটি পোস্ট করেছেন আইএএস অফিসার সুপ্রিয়া সাহু। ক্যাপশনে লিখেছেন, “হাতি যখন বাসের দিকে এগিয়ে আসছিল, তখন প্রথমে সবাই চিৎকার করে উঠতেই, বাস চালক সঙ্গে সঙ্গে সবাইকে চুপ করে যেতে বলে। বাসের সকল যাত্রী সেই সময় একদম চুপ হয়ে যায়। ফলে হাতিটি বুঝতেই পারেনি যে, বাসে কেউ আছে। তাই সে সেখান থেকে চলে যায়।” শেয়ার করার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত এটি 35 হাজারের বেশি বার দেখা হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। একজন লিখেছেন, “প্রাণীদের আবাসস্থলে গিয়ে মানুষ বিরক্ত করলে তারা এমনই করবে।”

Next Article