Viral Video: শিকারকে উদরস্থ করতে অজগরের সঙ্গে ভয়ঙ্কর লড়াইয়ে নামল শিয়াল, শেষ পর্যন্ত জিত হল কার?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 20, 2023 | 9:15 AM

Latest Viral Video: @bawaramai নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত শতাধিক মানুষ দেখেছেন ও লাইক করেছেন। ভিডিয়োটি ভাইরাল হতেই প্রচুর মানুষ কমেন্ট করেছেন।

Viral Video: শিকারকে উদরস্থ করতে অজগরের সঙ্গে ভয়ঙ্কর লড়াইয়ে নামল শিয়াল, শেষ পর্যন্ত জিত হল কার?

Follow Us

Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিয়োই ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও অবাক থাকে না। আবার কখনও জঙ্গলে শিকারের অনেক ভিডিয়ে চোখে পড়ে। এবার এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি শিউরে উঠবেন। শিকার হাতানোর লোভে একটি শেয়াল আর একটি অজগরের মধ্যে তুমুল লড়াই লেগে যায়। কেউ পিছু হঠতে নারাজ। অজগরটিও শিকারকে জড়িয়ে ধরে রয়েছে। আর শিয়ালটিও অজগরটিকে কামড়ে ধরছে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর এমন কিছু হল, যা আপনি নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, শিকারের ওপর বসে আছে অজগর। এদিকে, একটি শিয়াল এসে অজগরের কাছ থেকে তার শিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এখানে আশ্চর্যের বিষয় হল যে, সে অজগরকে কামড়ে আক্রমণ করে, যখন অজগরটিও তার শিকারকে শক্ত করে ধরে রাখে। ক্লিপের শেষে, শিয়ালকে হাল ছেড়ে দিতে হয় এবং অজগরটি সেখান থেকে তার শিকারকে নিয়ে চলে যায়। @bawaramai নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত শতাধিক মানুষ দেখেছেন ও লাইক করেছেন।


ভিডিয়োটি ভাইরাল হতেই প্রচুর মানুষ কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “শিয়ালকে চালাক প্রাণী বলা হয়। তবুও সে বুদ্ধির প্রয়োগ না করে শক্তি দেখাল।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “পুরো ব্যাপারটাই ভয়াবহ দেখতে লাগল। তবে প্রথমে বোঝা যায়নি শিয়ালটা হার মেনে নেবে।”

 

Next Article