Viral Video: খোলা চুল, পরনে কালো শাড়ি; চলন্ত মেট্রোয় কোমর দুলিয়ে নাচ সুন্দরী যুবতীর

Latest Viral Video: এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে kannu__coffee_girl নামে একটি পেজে আপলোড করা হয়েছে। এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে আট লাখের বেশি ভিউ হয়েছে ভিডিয়োটিতে। একই সঙ্গে মেয়েটির এমন নাচ লাইক করেছেন 50 হাজারেরও বেশি মানুষ।

Viral Video: খোলা চুল, পরনে কালো শাড়ি; চলন্ত মেট্রোয় কোমর দুলিয়ে নাচ সুন্দরী যুবতীর

| Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 21, 2023 | 1:50 PM

বিগত অনেকদিন ধরেই দিল্লি মেট্রোর অনেক ভিডিয়ো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কখনও কাপলদের অদ্ভুত সব কাজ করতে দেখা যাচ্ছে। আবার কখনও কেউ এক বালতি জল এনে স্নান সেরে ফেলছেন। কখনও কেউ হনুমান নিয়ে ঢুকে পড়ছেন মেট্রোয়। তবে এমনটা আর শুধু দিল্লি মেট্রোয় সীমাবদ্ধ নেই। দেশের অনেক মেট্রোতেই এমনটা শুরু হয়ে গিয়েছে। আবারও এই সব কিছুর মধ্যে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক যুবতীকে কালো শাড়ি পরে, খোলা চুলে হঠাৎই ভিড় মেট্রোয় নাচতে দেখা যাচ্ছে। আর সেই নাচ দেখে হতবাক অধিকাংশ নেটিজেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি মেয়ে কালো শাড়ি পরে চুল খুলে নাচতে শুরু করেছে। মেট্রোতে সেই মুহূর্তে উপস্থিত রয়েছে অনেক যাত্রী। তারাও সবাই মেয়েটির দিকে তাকাতে থাকে। হরিয়ানার গানে মেয়েটির অমন নাচ দেখে অনেক মানুষই খুশি। অনেকে আবার কটাক্ষও করেছেন কমেন্টের মাধ্যমে। প্রথমে পিছন ঘুরে নাচ শুরু করলেও কয়েক সেকেন্ডের মধ্যেই সেই যুবতী ক্যামেরার দিকে ফেরেন। আর নাচতে থাকেন।


এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে kannu__coffee_girl নামে একটি পেজে আপলোড করা হয়েছে। এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে আট লাখের বেশি ভিউ হয়েছে ভিডিয়োটিতে। একই সঙ্গে মেয়েটির এমন নাচ লাইক করেছেন 50 হাজারেরও বেশি মানুষ। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “মেট্রো একটু খালি থাকলেই তাতে এভাবে নাচতে হবে?” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “কেন কোনও ব্যবস্থা নেওয়া হয় না এদের বিরুদ্ধে। দিনের পর দিন ভাইরাল হওয়ার জন্য এমন ঘটনা আগও বেশি করে হচ্ছে।”