Viral Video: জিমে গিয়ে এই কাজ ভুলেও করবেন না, ট্রেডমিলে উঠে এক যুবতীর কী অবস্থা হল দেখুন…

Latest Viral Video: এটাই প্রথম মহিলা নয়, যা জিমে দুর্ঘটনা ঘটেছে। জিমে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়েছেন মানুষ। আপনি জানলে অবাক হবেন যে, জিমে ঘটা দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন।

Viral Video: জিমে গিয়ে এই কাজ ভুলেও করবেন না, ট্রেডমিলে উঠে এক যুবতীর কী অবস্থা হল দেখুন...

| Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 23, 2023 | 6:17 PM

মানুষ অনেক সময় এমন কিছু জিনিস নিয়ে মজা করে, যার পরিনাম খুব খারাপ হয়। কখনও আবার ভিডিয়ো বানানোর জন্য এমন কিছু করে বসে, যা দেখে চমকে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। আজকাল, বেশিরভাগ মানুষ তাদের শরীরের খেয়াল রাখার জন্য বা ফিট থাকার জন্য জিমে যাওয়া শুরু করেছে। কিন্তু ব্যায়াম করার সময় কিছু কাজ একেবারেই করা উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক যুবতি মজা করতে গিয়ে নিজের বিপদ ডেকে এনেছে। আর সেই ভিডিয়ো সামনে আসতেই হতবাক অধিকাংশ নেটিজ়েন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক যুবতি ট্রেডমিলে আরাম করে বসার চেষ্টা করছে। এদিয়ে ট্রেডমিলটি খুব জোরে চলছে। আর ট্রেডমিলের একদিকে বসে, যেই পা দু’টো রাখলেন, ব্যাস একেবারে ছিটকে গিয়ে পড়লেন মাটিতে। তবে ভিডিয়োটি দেখে মনে হচ্ছে, মজা করে ভিডিয়ো করতে গিয়েই নিজের এই হাল করে বসলেন তিনি। এটাই প্রথম মহিলা নয়, যা জিমে দুর্ঘটনা ঘটেছে। জিমে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়েছেন মানুষ। আপনি জানলে অবাক হবেন যে, জিমে ঘটা দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন।


ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছে। কোনও ব্যক্তি বলেছে, “ট্রেডমিল ব্যায়াম করে ক্লান্ত হয়ে পড়েছিলেন মহিলা। তারপরে তিনি বিশ্রাম নিতে ট্রেডমিলে বসেছিলেন। কিন্তু তিনি বোধ হয় খেয়াল করেননি যে ট্রেডমিলটি চলছিল।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “দেখেই বোঝা যাচ্ছে যে, তিনি ভিডিয়ো করার জন্য এমন কাজ করছিলেন। এটাকে কোনওভাবেই ভুল বলা যাবে না।”