Viral Video Today: বছরের শুরু থেকেই বিয়ের অনেক ভিডিয়োই ভাইরাল হয়েছে। কখনও মজার অনেক ঘটনা ঘটেছে। আবার কখনও এমন কিছু ঘটেছে, যা দেখে চোখ ফেরানো দায় হয়ে গিয়েছে। কয়েকদিন আগেই এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল, যেখানে বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে সুদূর বিদেশ থেকে চলে এসেছিল। আর তা দেখে অবাক হয় নতুন কনে। কিন্তু বর্তমানে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে আপনি হাসি থামিয়ে রাখতে পারবেন না। কিছুটা অবাকও হবেন। বিয়ের মঞ্চে বর কনে দাঁড়িয়ে আছে। আর ঠিক সময়ই সেখানে বরের বান্ধবী এসে হাজির। তাকে দেখে কান্না সামলাতে পারলেন না বর। আর সেখানে ওভাবে বান্ধবীকে দেখে কনের চক্ষু চড়কগাছ। অপরূপ সুন্দরী ওই বান্ধবীকে দেখে বর কনের সামনেই এমন কিছু করে বসলেন, যা দেখলে আপনি অবাক হবেন। কনেও তা দেখে বেশ খানিকটা রাগ প্রকাশ করতে চেয়েও করতে পারল না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, বর কনে বিয়ের মঞ্চে দাড়িয়ে ছবি তুলছে। আর ঠিক সেই মুহূর্তেই সেখানে এসে হাজির হয়, সেই অপরূপ সুন্দরী মহিলা। বন্ধুত্ব হয়তো এতটাই সুন্দর হয়, তা এই ভিডিয়োটিতে প্রমাণ পাওয়া গিয়েছে। বন্ধুকে দেখেই চোখের জল আটকে রাখতে পারল না নতুন বর। কান্নায় ভেঙে পড়ল। পাশে বউ দাঁড়িয়ে সমস্তটাই দেখছে। কিছুক্ষণ পরে বউয়ের সামনেই মহিলাকে জড়িয়ে ধরলেন বর। তা দেখে মনে মনে নতুন কনের কিছুটা রাগ হলেও সেটা যে প্রকাশ করতে পারছিলেন না, তা বোঝাই যাচ্ছিল। অবশেষে বউকে এমন অবস্থায় দেখে সেই মহিলা বউয়ের গালে হাত দিয়ে তার সঙ্গেও পরিচয় করার চেষ্টা করেন। বিয়েতে আসা কোনও অতিথি ভিডিয়োটি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আর তারপরেই ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
সম্বলপুরিলোভারস নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “বন্ধুত্ব এমনই হয়। আর নতুন বউয়ের এই সব মেনে নেওয়া উচিত।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “এমন তো হতেই পারে বরের সঙ্গে দেখা করতে আসা মহিলাটি তার প্রাক্তন।”