ওয়াশিং মেশিন কেনার প্ল্যান করেও কিনে উঠতে পারেন না অনেকেই। কিন্তু ওয়াশিং মেশিন ছাড়া রোজকার কাপড় কাচা বেশ ঝামেলার কাজ। কিন্তু ইচ্ছে থাকলেই উপায় হয়। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। একটি বড় ড্রামের বাইরে মটোর লাগিয়ে সেটিকেই ওয়াশিং মেশিনে পরিনত করেছে। আর সেই ভিডিয়োই পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফলে যারা ওয়াশিং মেশিন কিনতে পারেন না, তাদের একবার হলেও এই ভিডিয়ো দেখা উচিত। কী দেখা যাচ্ছে ভাইরাল হওয়া এই ভিডিয়োয়?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এঅই ভিডিয়োয় দেখা যাচ্ছে, নীল রঙের জলের ড্রাম ও মোটর ব্যবহার করে এই ওয়াশিং মেশিনটি তৈরি করেছেন এক ব্যক্তি। ড্রামের ভিতরটি দেখানোর সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন, তৈরি করা এই ওয়াশিং মেশিনটি হুবহু সাধারণ মেশিনের মতো কাজ করছে। ভিডিয়োতে জামাকাপড় পরিষ্কার করার পদ্ধতিও দেখানো হয়েছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
এই ভিডিয়োটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল @gamhasahani141 এর সাথে শেয়ার করা হয়েছে, এখন পর্যন্ত এটি 14.5 মিলিয়ন (1 কোটিরও বেশি) ভিউ এবং 2 লাখ 83 হাজারেরও বেশি লাইক পেয়েছে। এর পাশাপাশি বহু মানুষ কমেন্ট করে তাদের মতামত দিয়েছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “ইন্টারনেট না থাকলে এটা কোনওভাবেই সব মানুষের কাছে পৌছাত না।” আরও এক ব্যক্তি বলেছেন, “এমন একটি ওয়াশিং মেশিন তৈরি করার জন্য অনেক ধৈর্য্য আর বুদ্ধির প্রয়োজন।” আরও এক ব্যক্তি কমেন্টে বলেছেন, “সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে সত্য়িই অনেক ভাল কিছু চোখে পড়ে যায়।”