Viral Video Today: জঙ্গলের প্রাণীদের প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকতে হয়। ছোট প্রাণীরা বাঘ, সিংহ, চিতা বাঘের মতো প্রাণীদের থেকে এড়িয়ে চলে। তাদের এলাকায় পা রাখতেও ভয় পায়। কখনও কি কোনও ছোট প্রাণীকে 3টি চিতাবাঘের সঙ্গে একা লড়াই করতে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এক্ষুনি এই ভিডিয়োটি দেখুন। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি ছোট্ট প্রাণী তিনটি চিতাবাঘের সঙ্গে একা লড়াই করছে। এই প্রাণীটিকে হানি ব্যাজার বলা হয়, যা একটি স্তন্যপায়ী প্রাণী। এই দক্ষিণ-পশ্চিম এশিয়া এবং আফ্রিকায় পাওয়া যায়। এমনিতেই এরা লড়াকু প্রকৃতির এবং পুরু চামড়ার কারণে অন্যান্য প্রাণীরা এর থেকে দূরে থাকে। এমনকি হিংস্র প্রাণীও খুব কমই আক্রমণ করে। কিন্তু তাই বলে, তিনটি চিতাবাঘের ঘাম ঝরিয়ে দেবে এই একটি ছোট্ট প্রাণী?
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, তিনটি চিতাবাঘ একটি প্রাণীর সঙ্গে পেরে উঠছে না। ব্যাজারটি একাই তিন শিকারির সঙ্গে লড়াই করে চলেছে। তারাও হাল ছাড়ছে না হানি ব্যাজারটিকে আক্রমন করার। কিন্তু সে ছোট হলে কী হবে, তার সাহসেই সে বাজিমাত করে ফেলছে তিনটি চিতাবাঘকে। আপনার প্রতি মুহূর্তে মনে হবে, এই বুঝি প্রাণীটিকে মেরে ফেলবে। কিন্তু না, আদতে তা হবে না। সে শেষ পর্যন্ত লড়াই করে যাবে। আর চিতা তিনটিও হার মানতে রাজি হবে।
The badger is the most fearless animal on earth. pic.twitter.com/pXp2ngQpPD
— The Best (@Figensport) May 3, 2023
ভিডিয়োটি @Figensport নামের একজন টুইটার ব্যবহারকারী 4 মে এই ক্লিপটি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, হানি ব্যাজার পৃথিবীর সবচেয়ে নির্ভীক প্রাণী। এখনও পর্যন্ত এই ভিডিয়োটি 7 লাখের বেশি লাইক এবং 25 হাজারেরও বেশি ভিউ পেয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “আমি এমন সাহসী প্রাণী আগে দিখিনি।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছিল চিতাবাঘগুলি ওকে মেরে ফেলবে।”