Viral Video: সন্তানকে নিয়ে পিকনিকে গিয়েছিলেন মহিলা, আচমকা খাওয়ার টেবিলে হাজির বিশালাকায় ভাল্লুক!
Latest Viral Video: ভাইরাল ভিডিয়োটি ক্রেজি ক্লিপস (@crazyclipsonly) নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে এক্স-এ পোস্ট করা হয়েছে। 1 মিনিট 30 সেকেন্ডের ক্লিপটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর কমেন্ট হয়েছে এই ভিডিয়োয়।
জঙ্গলে সাফারি করতে গিয়ে অনেকেরই অনেক অভিজ্ঞতা হয়। আবার কখনও কোথাও ঘুরতে গিয়ে এমন কিছু ঘটেছে, যা হয়তোআপনি স্বপ্নেও ভাবতেও পারেননি। সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। জঙ্গলের ভিতরে খোলা জায়গায় পিকনিক করছিল কয়েকজন। আর তার মাঝেই একটি ভাল্লুক সেখানে এসে উপস্থিত হয়। আর তার নজর পড়ে একটি ছোট বাচ্চার দিকে। সে আর মায়ের সঙ্গে সেখানে খেতে বসেছিল। ভাল্লুকটি সোজা উঠে পড়ে টেবিলে। কিন্তু তারপর? তারপরে ভাল্লুকটি এমন কিছু করল, যা দেখে সেখানে উপস্থিত মানুষের হুঁশ উড়ে গেল। ভিডিয়োটি দেখুন একবার। আপনারও চোখ কপালে উঠবে।
কী দেখা যাচ্ছে ভাইরাল হওয়া এই ভিডিয়োয়? একটি ছোট বাচ্চা তার মায়ের সঙ্গে খাচ্ছে। চারিদিকে জঙ্গলে ঘেরা। ভিডিয়োর ক্যাপশন থেকেই বোঝা যাচ্ছে, সেখানে পিকনিক করতেই গিয়েছিল তারা। আর তাদের সামনে একটি বড় কালো রঙের ভাল্লুক টেবিলের উপর উঠে আছে। আর বাচ্চাটি এতটাই ভয় পেয়েছে যে, মাকে জড়িয়ে ধরে আছে। মা-ও বাচ্চাটির চোখ ঢেকে রেখেছে, যাতে ভাল্লুকটিকে দেখে চিৎকার করে না ওঠে। দুজনেই শান্ত হয়ে সেখানে বসে আছে। কিন্তু আপনার চোখ যার দিকে পড়বে, তা হল ভাল্লুকটি তাদের খাবার খেয়ে চলেছে। থালায় রাখা যত খাবার ছিল, সব একে একে খেয়ে নিচ্ছে। দেখেই মনে হচ্ছে তার যেন খুব পছন্দ হয়েছে এই খাবার। তাই সেও পিকনিকে সামিল হতে চায়। কিন্তু ভিডিয়োর শেষ পর্যন্ত ভাল্লুকটিকে কোনও আক্রমণ করতে দেখা যায়নি। তবে থালাগুলি যে খালি, তা দেখা যাচ্ছে।
Black bear joins the family picnic pic.twitter.com/IxGbNNjtGm
— Crazy Clips (@crazyclipsonly) September 27, 2023
ভাইরাল ভিডিয়োটি ক্রেজি ক্লিপস (@crazyclipsonly) নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে এক্স-এ পোস্ট করা হয়েছে। 1 মিনিট 30 সেকেন্ডের ক্লিপটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর কমেন্ট হয়েছে এই ভিডিয়োয়। অনেকে অনেক কমেন্টও করেছে।