এতদিন অনেক ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে বিক্রেতাকে বিভিন্ন অভিনব উপায়ে সব্জি, ফল বিক্রি করতে দেখা যাচ্ছে। কিন্তু এবার যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। সোশ্যাল মিডিয়ায় ‘ফার্মার উইথ অডি’ নামে জনপ্রিয় হয়েছেন এক ব্যক্তি। কেরালার বাসিন্দা সুজিত তার বিলাসবহুল গাড়ি Audi A4-এ রাস্তার ধারে সবজি বিক্রি করেন। তারই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। কী দেখা যাচ্ছে ভাইরাল হওয়া এই ভিডিয়োয়?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয়, প্রথমে কৃষককে জমি থেকে লাল শাক তুলতে দেখা যাচ্ছে। তারপরে সেই শাক নিয়ে রাস্তার ধারে বসে পড়ছেন বিক্রি করতে। কিন্তু আপনাকে অবাক করবে তার গাড়িটা। বাজারে পৌঁছে অডি গাড়ি থেকে নেমে জুতো ও সাদা লুঙ্গি খুলে ফেলেন। এরপর মাটিতে একটি মাদুর বিছিয়ে তার ওপর বিছিয়ে দেন যাবতীয় শাক। এই ভিডিয়োটি 25 সেপ্টেম্বর ইনস্টাগ্রাম পেজ @variety_farmer থেকে পোস্ট করা হয়েছে। এই ক্লিপটি পোস্ট করার চার দিনের মধ্যে 4 লাখ 38 হাজার ভিউ এবং 80 লাখ লাইক পেয়েছে।
তিনি প্রায় 10 বছর আগে চাষ শুরু করেছিলেন। এই প্ল্যাটফর্মে দুই লাখের বেশি ইউজার তাকে ফলো করে। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিনি। কারণ তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, যেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে 5 লাখেরও বেশি। এই ভিডিয়োয় অনেকে অনেক কমেন্টও করেছে। এক ব্যক্তি বলেছেন, “সমস্ত ভারতীয় কৃষক এমন সাফল্য অর্জন করুক।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “এটি সুজিতের সেকেন্ড-হ্যান্ড কেনা অডি গাড়ি।”