Viral Video: বিয়ের মণ্ডপে মাথায় ঠুকে নারকেল ভাঙলেন এক যুবক, তারপর যা হল…

Latest Viral Video: এই ভিডিয়োটি YouTube চ্যানেল @RajbharVeer থেকে পোস্ট করা হয়েছে, যা ছয় কোটিরও বেশি ভিউ এবং 18 লাখ লাইক পেয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, যে ব্যক্তির কপাল থেকে নারকেল ভেঙেছে তার নাম ধর্মেন্দ্র রাজভর। তিনি উত্তরপ্রদেশের বাহরাইচের বাসিন্দা।

| Edited By: অন্বেষা বিশ্বাস

Dec 19, 2023 | 5:10 PM

বিয়ের মরশুম মানেই একের পর এক নিমন্ত্রণ। কিন্তু বিয়েতে কী উপহার দেবেন? এই প্রশ্নই সবচেয়ে বেশি ঘুরপাক খায় মনের মধ্যে। তারপরে একটা সুন্দর উপহার খুঁজে নিয়ে যাওয়া হয় বিয়েবাড়িতে। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা আপনার কল্পনার বাইরে। এক ব্যক্তি নতুন দম্পতিকে এমন একটি উপহার দিলেন যে, সেখানে উপস্থিত অধিকাংশ মানুষ তা দেখে হতবাক। আর সেই ভিডিয়ো ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন ভিডিয়োয় আসলে কী দেখা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি মঞ্চে বর-কনের সঙ্গে দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি সবুজ নারকেল। হঠাৎ সে কপালে জোরে নারকেল মারতে শুরু করে। এভাবে তিন থেকে চার বার করলে নারকেল ফেটে জল পড়তে শুরু করে। এর পরে, তিনি দুটি আলাদা গ্লাসে নারকেল জল বের করে এবং বর-কনে উভয়কে সেই জল দেন। যে ব্য়ক্তি এমন কাজ করছেন, তার নাম ধর্মেন্দ্র রাজভর। তার এমন অতুলনীয় শক্তি ও অনন্য শৈলী দেখে হতবাক সেখানে উপস্থিত নিমন্ত্রিতরা।


এই ভিডিয়োটি YouTube চ্যানেল @RajbharVeer থেকে পোস্ট করা হয়েছে, যা ছয় কোটিরও বেশি ভিউ এবং 18 লাখ লাইক পেয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, যে ব্যক্তির কপাল থেকে নারকেল ভেঙেছে তার নাম ধর্মেন্দ্র রাজভর। তিনি উত্তরপ্রদেশের বাহরাইচের বাসিন্দা। সম্প্রতি তিনি 1.25 মিনিটে 211টি নারকেল হাত দিয়ে ভেঙেছিলেন। এক মিনিটে 251টি নারিকেল ভেঙে রেকর্ড গড়তে চান তিনি। এর পাশাপাশি তিনি মাথা দিয়ে নারকেল ভাঙার রেকর্ডও করতে চান। ধর্মেন্দ্রর বিশেষত্ব হল যে কোনও অনুষ্ঠানে গেলেই মাথায় নারকেল ভেঙে সবাইকে চমকে দেন।

বিয়ের মরশুম মানেই একের পর এক নিমন্ত্রণ। কিন্তু বিয়েতে কী উপহার দেবেন? এই প্রশ্নই সবচেয়ে বেশি ঘুরপাক খায় মনের মধ্যে। তারপরে একটা সুন্দর উপহার খুঁজে নিয়ে যাওয়া হয় বিয়েবাড়িতে। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা আপনার কল্পনার বাইরে। এক ব্যক্তি নতুন দম্পতিকে এমন একটি উপহার দিলেন যে, সেখানে উপস্থিত অধিকাংশ মানুষ তা দেখে হতবাক। আর সেই ভিডিয়ো ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন ভিডিয়োয় আসলে কী দেখা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি মঞ্চে বর-কনের সঙ্গে দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি সবুজ নারকেল। হঠাৎ সে কপালে জোরে নারকেল মারতে শুরু করে। এভাবে তিন থেকে চার বার করলে নারকেল ফেটে জল পড়তে শুরু করে। এর পরে, তিনি দুটি আলাদা গ্লাসে নারকেল জল বের করে এবং বর-কনে উভয়কে সেই জল দেন। যে ব্য়ক্তি এমন কাজ করছেন, তার নাম ধর্মেন্দ্র রাজভর। তার এমন অতুলনীয় শক্তি ও অনন্য শৈলী দেখে হতবাক সেখানে উপস্থিত নিমন্ত্রিতরা।


এই ভিডিয়োটি YouTube চ্যানেল @RajbharVeer থেকে পোস্ট করা হয়েছে, যা ছয় কোটিরও বেশি ভিউ এবং 18 লাখ লাইক পেয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, যে ব্যক্তির কপাল থেকে নারকেল ভেঙেছে তার নাম ধর্মেন্দ্র রাজভর। তিনি উত্তরপ্রদেশের বাহরাইচের বাসিন্দা। সম্প্রতি তিনি 1.25 মিনিটে 211টি নারকেল হাত দিয়ে ভেঙেছিলেন। এক মিনিটে 251টি নারিকেল ভেঙে রেকর্ড গড়তে চান তিনি। এর পাশাপাশি তিনি মাথা দিয়ে নারকেল ভাঙার রেকর্ডও করতে চান। ধর্মেন্দ্রর বিশেষত্ব হল যে কোনও অনুষ্ঠানে গেলেই মাথায় নারকেল ভেঙে সবাইকে চমকে দেন।