Viral Video: স্যুপ দিয়ে মোমো খেলেন, প্যান ফ্রায়েড খেলেন; এবার ভাইরাল হল মোমো প্যাটিস!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 26, 2023 | 8:10 AM

Momo Patty Viral Video: এতদিন প্যাটিসের মধ্য়ে মাংসের পুর দিয়ে চিকেন প্যাটিস, মটন প্যাটিস সবই খেয়েছেন। কিন্তু প্যাটিসের মধ্য়ে মোমো ভরে খেয়েছেন?

Viral Video: স্যুপ দিয়ে মোমো খেলেন, প্যান ফ্রায়েড খেলেন; এবার ভাইরাল হল মোমো প্যাটিস!

Follow Us

Latest Viral Video: সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য কত নতুন নতুন খাবার ভাইরাল হচ্ছে। কখনও ম্যাগি দিয়ে ওমলেট, কখনও বিরিয়ানির পুর ভোরে সিঙাড়া আরও কত কী! এবার অবার একটি খাবারকে অভিনবভাবে পরিবেশন করা হল। তা আবার রমরমিয়ে বিক্রি হচ্ছে রাস্তার ধারে। আপনি নিশ্চয়ই আলু প্যাটিস খেয়েছেন, কিন্তু আপনি কি কখনও মোমো প্যাটিস খেয়েছেন? এতদিন প্যাটিসের মধ্য়ে মাংসের পুর দিয়ে চিকেন প্যাটিস, মটন প্যাটিস সবই খেয়েছেন। কিন্তু প্যাটিসের মধ্য়ে মোমো ভরে খেয়েছেন? যারা ফাস্ট ফুড খেতে পছন্দ করেন, তাদের মধ্য়ে এমন অনেকেই মোমো খান। এমনকি বর্তমানে বাজারে অনেক রকমের মোমোও পাওয়া যায়। কিন্তু তাই বলে মোমো প্যাটিস?

ভিডিয়োটি ভাইরাল হতেই নজর কেড়েছে অধিকাংশ খাদ্যরসিকের। ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তার ধারে এক ব্যক্তি প্যাটিস বিক্রি করছেন। প্রথমে প্যাটিসটিকে দু’টি ভাগে ভাগ করলেন। তারপরে সেই প্যাটিসের মধ্য়ে একটি মোমোকে ভেঙে দিয়ে, তাতে কাটা পেঁয়াজ, আলু ভুজিয়া, টমেটো কেচাপ এবং মোমো সস দিয়ে দিলেন। হরিদ্বারের রেলস্টেশনের বাইরে এই অভিনব প্যাটিসটি বিক্রি হয়। ‘ফুড পন্ডিত’ নামের একজন ব্লগার এই ভিডিয়োটি শেয়ার করেছেন।

শেয়ার করা ভিডিয়োটি এখনও পর্যন্ত প্রায় 14 হাজার মানুষ লাইক করেছেন। সেই সঙ্গে খাবার প্রেমীরাও অনেক কমেন্ট করেছেন। এই নতুন ধরনের প্যাটিস কোনও মানুষ পছন্দ করেছেন। আবার কোনও মানুষ একেবারেই পছন্দ করেননি। একজন সেই ফুড ব্লগারকে প্রশ্ন করেছেন, “আপনার কি সত্যিই এটি খেতে ভাল লেগেছে?”

Next Article