Viral Video: মাঝ আকাশে প্যারাস্যুটে ঝুলতে ঝুলতে দুধ-কর্নফ্লেক্স খাচ্ছে এই যুবক, তাজ্জব নেটিজেনরা

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 28, 2023 | 6:30 PM

Latest Viral Video: ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছে। কেউ একজন বলেছেন, "সকালে ব্রেক ফাস্টে ভাল করে কর্নফ্লেক্স বানিয়ে খাই। কিন্তু তাই বলে প্যারাগ্লাইডিং করতে করতে?"

Viral Video: মাঝ আকাশে প্যারাস্যুটে ঝুলতে ঝুলতে দুধ-কর্নফ্লেক্স খাচ্ছে এই যুবক, তাজ্জব নেটিজেনরা

Follow Us

সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের অবাক করা ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্যেই কিছু ভিডিয়ো থাকলে চোখ কপালে ওঠার জোগাড় হয়। আজকাল বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়া একটি বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এবার এক একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে আপনি অবাক হবেন। ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিয়োয় এক ব্যক্তি এমন কাজ করেছেন যা আপনি কখনও স্বপ্নেও ভাবতে পারবেন না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োটি এখনও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। প্যারাগ্লাইডিং-এর অনেক ভিডিয়োই হয়তো আপনি দেখেছেন। পাহাড়ে ঘুরতে গিয়ে অনেকেই প্যারাগ্লাইডিং করেছেন। কিন্তু কখনও কি প্যারাগ্লাইডিং করতে গিয়ে কর্নফ্লেক্স বানিয়ে খেয়েছেন? শুনেই চমকে গেলেন তো? ভাবছেন এমনটাও সম্ভব? আদতে এমনটাই হয়েছে ভাইরাল হওয়া এই ভিডিয়ো।

ভিডিয়োয় এক ব্যক্তিকে প্যারাগ্লাইডিং করতে দেখা যাচ্ছে। তার সঙ্গে একটি ছোট ব্যাগও আছে। তিনি সেটা থেকে কর্নফ্লেক্সের প্যাকেট বের করলেন। সবথেকে অবাক করা ব্যাপার হল তিনি আর ব্যাগে সমস্ত কিছু গুছিয়ে নিয়েই উঠছিলেন। প্রথমে একটি বাটি বের করে তাতে কর্নফ্লেক্স দিলেন। তারপরে বাটিটি ব্যাগের মধ্যে রেখে একটি কলা কাটতে শুরু করলেন। আর তার সব কিছুই তিনি প্যারাগ্লাইডিং করতে করতেই করছেন।


এরপরে এল দুধের পালা। একটি কৌটো থেকে দুধ ঢেলে নিতে শুরু করলেন। ব্য়ক্তিটি এতটাই বেশি উচ্চতায় রয়েছেন যে, হাওয়ার কারণে তিনি ব্যাগ থেকে যাই বের করছেন, তার কিছুটা করে এদিকে ওদিক ছড়িয়ে যাচ্ছে। তারপরে তিনি খেতে শুরু করলেন। তার এই কাণ্ড দেখে অবাক অধিকাংশ নেটিজেন। ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছে। কেউ একজন বলেছেন, “সকালে ব্রেক ফাস্টে ভাল করে কর্নফ্লেক্স বানিয়ে খাই। কিন্তু তাই বলে প্যারাগ্লাইডিং করতে করতে?”

Next Article