Viral Video: সাদা ঘোড়ার পিঠে বসে শপিং মলে ঢুকলেন এই ব্যক্তি, কেনাকাটার কায়দা দেখে চক্ষু ছানাবড়া!

Latest Viral Video: এই ভিডিয়োটি টুইটারে @MadVidss নামের আইডি দিয়ে শেয়ার করা হয়েছে। মাত্র 21 সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত কয়েক হাজার ভিউ হয়েছে। একই সঙ্গে ভিডিয়োটিতে শত শত মানুষ লাইক দিয়েছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন।

Viral Video: সাদা ঘোড়ার পিঠে বসে শপিং মলে ঢুকলেন এই ব্যক্তি, কেনাকাটার কায়দা দেখে চক্ষু ছানাবড়া!

| Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 23, 2023 | 7:24 PM

এক ছাদের তলায় যাতে সব কিছু কিনে নিয়ে বাড়ি আসতে পারেন, তাই মলে যান অনেকেই। আজলাক অনলাইন শপিংয়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রচুর মানুষ মলেও যাচ্ছে। সাধারণত গাড়ি নিয়ে গেলে পার্কিংয়ের জায়গায় চার্জ দিয়ে গাড়ি বা বাইক রাখেন অনেকেই। কিন্তু এক ব্যক্তিকে মলে ঘোড়া নিয়ে যেতে দেখা গিয়েছে। এমন না যে, উনি ঘোড়াটিকে বাইরে রেখে মলের ভিতরে ঢুকেছেন। একেবারে ঘোড়ায় চড়েই তিনি একে একে জিনিস নিচ্ছেন। আর তা দেখে সেখানে উপস্থিত মানুষেরা অবাক। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

কিন্তু ভিডিয়োয় কী দেখা যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি ঘোড়ায় চড়ে মলে বাজার করছেন। ব্যক্তিটি একটি সাদা ঘোড়ায় চড়ে শপিং মলের ভিতরে ঘোরাফেরা করছেন। এসময় তার হাতে একটি বালতি রয়েছে। সম্ভবত তিনি সেই বালতিটি মল থেকে কিনেছেন, তবে এটি ছাড়া তাকে আর কিছু কিনতে দেখা যাচ্ছে না। এই মজার দৃশ্য দেখে মানুষের চোখ মেলে। তিনি যখন মল থেকে বেরিয়ে যাচ্ছেন, সেখানে উপস্থিত লোকজনও তার ভিডিয়ো করতে শুরু করে। এমনকি অধিকাংশ নেটিজ়েন ভিডিয়োটি দেখে হাসি থামিয়ে রাখতে পারেননি।


এই মজার ভিডিয়োটি টেক্সাসের। ভিডিয়োয় ক্যাপশন থেকে জানা যাচ্ছে, ব্যক্তিটি ওয়ালমার্ট শোরুমে এসেছিলেন। এই ভিডিয়োটি টুইটারে @MadVidss নামের আইডি দিয়ে শেয়ার করা হয়েছে। মাত্র 21 সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত কয়েক হাজার ভিউ হয়েছে। একই সঙ্গে ভিডিয়োটিতে শত শত মানুষ লাইক দিয়েছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন।