ট্রেন রেললাইনে নিজের গতিতেই এগচ্ছে। প্লার্টফর্মে ঢুকে গিয়েছে। আর তখনও টিকিটের লাইনে দাঁড়িয়ে আপনি। ট্রেনটি ঠিক ছেড়ে দেবে, তার আগেই আপনি কোনও মতে উঠতে গেলেন ট্রেনে। এমনটা কখনও করেছেন? যদিও করেও থাকেন। তাহলে এই ভুল আর দ্বিতীয়বার করবেন না। প্রতিদিনই স্টেশনে এমন অনেক মানুষকে দেখা যায়, যারা ট্রেন ছেড়ে দেওয়ার পরেও তাতে ওঠার জন্য দৌড়ায়। তারপরেই ঘটে যায় বড় কোনও বিপদ। প্রায় প্রতিদিনই কোনও না কোনও এমন ঘটনা সামনে আসে। আবার এমনই একটি ঘটনা ঘটল বিহারের বাগাহা রেলওয়ে স্টেশনে। যেখানে একটি ট্রেন ধরার সময় রেললাইনে পড়ে যান এক ব্যক্তি। ট্রেনটি পুরোপুরি লোকটির উপর দিয়ে চলে গেল। তারপরে কী হল দেখুন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ব্যক্তিটি রেললাইনে পড়ে গিয়েছেন। আর প্ল্যাটফর্মে পুলিশ রয়েছে। কিন্তু সবচেয়ে অবাক ব্যপার হল লোকটির উপর দিয়ে ট্রেনটি চলে গেল। তিনি তখনও রেললাইনের ধারে ওভাবে শুয়ে আছেন। ট্র্যাকে পড়ে যাওয়ার পর স্টেশনে বিশৃঙ্খলা দেখা দেয়। স্টেশনে নিয়োজিত জিআরপি এবং অন্যান্য যাত্রীরা লোকটিকে সাহায্য করার জন্য ছুটে আসে। ট্রেন চলে গেলে একজন পুলিশ কর্মী এবং কিছু যাত্রী তাকে ট্র্যাক থেকে তুলে প্ল্যাটফর্মে নিয়ে যায়। ওই ব্যক্তির নাম প্রতীক কুমার। এ ঘটনায় তিনি সামান্য আহত হয়েছেন। প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
पश्चिम चंपारण के बगहा स्टेशन पर ट्रेन पकड़ने के दौरान पटरियों पर #गिरा_शख्स
ऊपर से गुजर गई पूरी #ट्रेन, सही सलामत बच गया शख्स@RailwaySeva pic.twitter.com/SMKEQy0NUA
— Goldy Srivastav (@GoldySrivastav) September 30, 2023
24 বছর বয়সী ওই যুবক বেত্তিয়ার উত্তরওয়ারি পোখরা এলাকার বাসিন্দা। কোল্ড ড্রিংকস ও বিস্কুট কিনতে প্ল্যাটফর্মে নেমেছিলেন তিনি। খাবার নিয়ে ট্রেনের দিকে ফিরতে গিয়ে দেখলেন ট্রেন চলতে শুরু করেছে। ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছে। লোকটি সেটি দেখা মাত্রই তার পিছনে দৌড়াতে শুরু করে। আর ভারসাম্য হারিয়ে ট্রেনের ট্র্যাকের পাশের ফাঁকা জায়গায় পড়ে যান।