সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য মানুষ এমন কিছু করে বসে, যা দেখে আপনি শিউরে উঠতে বাধ্য। এক ব্যক্তি সামান্য কিছু লাইক আর শেয়ারের লোভে কুমিরের সঙ্গে এমনভাবে ভিডিয়ো বানালেন, তা দেখে অবাক হওয়া ছাড়াআর কোনও উপায় নেই। চিরিয়াখানা বা কোনও পার্কে, যদি সেখানে কুমির থাকে, আপনি খেয়াল করলে দেখতে পাবেন, সেখানে তাদের দূর থেকে মাংস ছুঁড়ে ছুঁড়ে খেতে দেওয়া হয়। তাদের খুব কাছেও যান না কেউ। কিন্তু সোশ্যাল মিডিয়ার এই ভিডিয়োয় এক ব্যক্তিকে মুখে করে কাঁচা মাংস ধরে তা কুমিরকে খাওয়াতে দেখা যাচ্ছে। জলের সেই প্রকাণ্ড কুমিরও তার মুখের দিকে এগিয়ে যাচ্ছে মাংসটি খাবে বলে। শেষ অবধি কী হল, তা দেখলে আপনি শিউরে উঠবেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি হাঁটু পর্যন্ত জলে নেমেছেন। আর মুখে একটি কাঁচা মাংস ধরে আছেন। সেই ব্যক্তিকে একটি বিশালাকার কুমিরকে মাংসের টুকরো খাওয়ানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে। সেই সময় মানুষ ও কুমিরটি মুখোমুখি। কুমির তার মুখ থেকে মাংসের টুকরো ছিনিয়ে নিতে মুখ খুললেই ব্যক্তিটি একধাপ পিছিয়ে যায়। এভাবে সে অনেকবার কুমিরটির কাছে মাংসটি নিয়ে এগিয়ে যায়। সে মাংসের টুকরোটা কুমিরের মুখে ফেলে দিয়ে কুমিরটিকে আদর করতে থাকে। এর আগে আপনি কখনও কাউকে এমন কাজ করতে দেখেছেন?
He’s lost his mind 💀 pic.twitter.com/2A4gBpoQyf
— MadVids (@MadVidss) September 16, 2023
ভিডিয়োটি @MadVidss নামের একটি আইডি দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। মাত্র 33 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 14 হাজারেরও বেশি ভিউ হয়েছে, অন্যদিকে কয়েকশ মানুষ ভিডিয়োটি লাইকও করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়।