
Viral Video Today: অজগরের সঙ্গে পেরে ওঠা আর কার সাধ্য। তবুও বহু সাপ উদ্ধারকারী দিনের পর দিন এই কাজ করে চলেছেন। মনে সাহসিকতা নিয়ে। যে কোনও সময় ঘটে যেতে পারে বিরাট বিপদ, তাতেও পিছ পা হন না। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে আপনি শিউরে উঠতে বাধ্য। সেই সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে তিনটি অজগরকে বাঁচাতে এক ব্যক্তি নিজেকে বিপদের মুখে ফেললেন। তিনটি অজগরই আটকে গিয়েছে একটি গভীর কুয়োতে। গ্রামবাসীরা বিষয়টি জানতে পেরে একজন প্রাণী উদ্ধারকারী ও একজন সমাজকর্মীকে ডেকে আনেন। আর তারপরে সেই ব্যক্তি জীবনের ঝুঁকি নিয়ে তিনটি অজগরকে বাঁচান। কিন্তু তার মধ্যেই এমন একটি ঘটনা ঘটে যায়, যা আপনি ভাবতেও পারবেন না।
এই ভিডিয়োটি 13 অক্টোবর পশু উদ্ধারকারী এবং সমাজকর্মী মুরারি লাল (@murliwalehausla24) ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তিনি ক্যাপশনে বলেছেন- “তিনটি অজগর একটি বিপজ্জনক অবস্থায় একটি কূপে আটকা পড়েছে। তাদের মৃত্যু থেকে বাঁচাতে উদ্ধার করা জরুরি ছিল। আমি কুয়োতে গিয়ে তাদের বাঁচিয়েছি, কিন্তু তারই মধ্যে একটি সাপ আমার আঙুলে কামড়ে দেয়। শেষ পর্যন্ত সবাইকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।”
এখনও পর্যন্ত ভিডিয়োটি 40 হাজারের বেশি লাইক ও 2 লাখ 15 হাজার ভিউ হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছে এই ভিডিয়োয়। ভাইরাল হওয়া এই ক্লিপে তিনটি অজগর একটি শুকনো কূপে আটকে থাকতে দেখা যাচ্ছে। লোকটি তাদের উদ্ধার করতে কুয়োতে নামে। তার সব কটাকে পর পর ব্যাগে ভরার সময় হঠাৎই একটি অজগর তার আঙুলে কামড়ে দেয়। তারপরেও তিনি থেমে থাকেননি।