Viral Video: দুঃসাহস বললেও কম বলা হবে! বাথরুমের ঘুরছে বিষধরেরা; গলায় সাপ ঝুলিয়ে স্নানে ব্যস্ত এই ব্যক্তি
Latest Viral Video: ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর অনেকেই তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিয়োটিতে এখনও পর্যন্ত অনেক লাইক আর কমেন্ট পড়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন।

Viral Video Today: বিশ্বজুড়ে পশুপ্রেমীর অভাব নেই। অনেকেই বাড়িতে কুকুর, বিড়াল ও খরগোশ রাখেন। এছাড়া কেউ কি সিংহ, চিতা বা সাপের মতো প্রাণীও রাখেন। এমন ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হয়। কয়েকদিন আগেই সিংহের সঙ্গে বসে একই প্লেটে মাংস খেতে দেখা গিয়েছে এক নারীকে। এখন এমনই একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যেখানে একজনকে অনেকগুলি অজগরের সঙ্গে স্নান করতে দেখা যাচ্ছে। তার বাথরুমে একটি বা দুটি নয়, অনেক সাপ রয়েছে। তার মধ্যে কয়েকটি সাপকে তিনি গলায় জড়িয়েও রেখেছেন। এই ভিডিয়ো পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
এই ক্লিপটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে (@adorable_snakes1) নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে। 11 জুলাই পোস্ট করা ভিডিয়োটি এখন ভাইরাল হচ্ছে। এতে একজনকে স্নান করতে দেখা যাচ্ছে। আশ্চর্যের বিষয় হল, দুটি সাপ তিনি তার গলায় জড়িয়ে রেখেছেন। আর কয়েকটি সাপ তার বাথরুমে রয়েছে। আর ওভাবেই তিনি স্নান করতে শুরু করে দিলেন। ভিডিয়োটি দেখেই আপনি বুজতে পারবেন, যে সাপগুলি নিশ্চয়ই তার পোষ্য। তাই তিনি এত আদর করে তাদেরকে সঙ্গে রেখেছেন।
View this post on Instagram
ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর অনেকেই তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিয়োটিতে এখনও পর্যন্ত অনেক লাইক আর কমেন্ট পড়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “উনি এই মুহূর্তে যা সব সাপদের সঙ্গে স্নান করছেন, তারাই ওনাকে একদিন খেয়ে ফেলবে।” আরও এক ব্যক্তি লিখেছেন, ” সাপগুলি যে কোনও সময় ওনাকে আক্রমণ করতে পারে।”





