Viral Video: সেলফি তুলে হাতে মাছ রেখেই ফোন ‘সলিল সমাধি’ দিলেন ইনি, হাসতে হাসতে পেটে খিল

Latest Viral Video: একটি ভাল সেলফি তোলার জন্য মানুষ কত কাণ্ডই না করে। কিন্তু তাই বলে মাছ ধরে, তার সঙ্গে সেলফি তুলতে হবে? ভিডিয়োটি দেখলে হাসি থামবে না।

Viral Video: সেলফি তুলে হাতে মাছ রেখেই ফোন 'সলিল সমাধি' দিলেন ইনি, হাসতে হাসতে পেটে খিল
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2023 | 12:53 PM

Viral Video Today: বর্তমানে সেলফির ক্রেজ তুঙ্গে। এই সেলফি (Selfie) তোলার জন্য কত মানুষকে বিপদে পড়তে হয়। সেই খবর তো প্রতিনিয়ত চোখে পড়েই। আর একটি ভাল সেলফি তোলার জন্য মানুষ কত কাণ্ডই না করে। শুধু তাই নয়, গ্যালারি ভর্তি ছবি থেকে একটি বহু কষ্টে পছন্দ করে তা সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করে। কিন্তু তাই বলে মাছ (Fish) ধরে, তার সঙ্গে সেলফি তুলতে হবে? কখনও কখনও মানুষ মনের ভুলে এমন কিছু করে বসে, যার জন্য তার কাছে আফসোস করা ছাড়া আর কোনও উপায় থাকে না। ঠিক এমনই একটি ভিডিয়ো ভাইরাল (Video Viral) হয়েছে, যা দেখলে আপনার হাসি থামবে না। এক ব্যক্তি মাছ ধরার উত্তেজনায় মাছের সঙ্গে সেলফি তোলার পর এমন কিছু করে বসলেন, যা আপনি ভাবতেও পারবেন না।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাছ ধরার পর এক ব্যক্তি আনন্দে সেটির সঙ্গে সেলফি তুলছেন। বিভিন্ন ভঙ্গি করে ক্যামেরায় প্রতিটি মুহূর্ত ধরে রাখতে চাইছেন। কিন্তু এসবের মধ্য়ে তিনি ভুলে গিয়েছেন, কোন হাতে তার মাছ আর কোন হাতে মোবাইল ধরে আছেন। ব্যাস! সেখানেই করে বসলেন এক কাণ্ড। মাছটিকে নদীতে ফেলার পরিবর্তে তিনি ফোনটি ছুড়ে ফেলেন। সেই সময় ওই ব্যক্তির প্রতিক্রিয়া দেখার মতো। যা দেখে আপনি হাসি চেপে রাখতে পারবেন না।

এই মজার ভিডিয়োটি টুইটারে ‘Wtf Scene’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি 8 লাখ 42 হাজারের বেশি ভিউ হয়েছে এবং লাইক করেছেন 19 হাজারের বেশি মানুষ। এই ভিডিয়োটি দেখার পর অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এরপর থেকে ওই ব্যক্তি সেলফি তোলার আগে একশোবার ভাববেন।” আরও একজন কমেন্টে লিখেছেন, “এটা উনি কী করলেন, উত্তেজনায় মানুষ কর কী-ই না করে।”