Viral Video: মেহেন্দিতেই QR কোড, রাখি উৎসবে ভাইদের থেকে টাকা আদায়ের নয়া উপায় ভাইরাল

Latest Viral Video: 30 অগস্ট শেয়ার করা এই ভিডিয়োটিতে মানুষ প্রচুর লাইক করছে। এখনও পর্যন্ত কয়েক হাজার ভিউ হয়েছে। এই ভিডিয়োটি (@yash_mehndi) নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের।

Viral Video: মেহেন্দিতেই QR কোড, রাখি উৎসবে ভাইদের থেকে টাকা আদায়ের নয়া উপায় ভাইরাল

| Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 30, 2023 | 7:04 PM

Viral Video Today: আজ রাখি বন্ধন উৎসব। আর সকাল থেকেই রাখি পরানোর অনেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাখি পরানো মানেই আবদার করে উপহার চেয়ে নেওয়া দাদা বা বোনের কাছ থেকে। অনেকে উপহার হিসেবে টাকাও দেন। এই ডিজিটাল যুগে কয়েক সেকেন্ডে টাকা লেনদেন করা যায়। শুধুমাত্র স্ক্যান করলেই চলে যায় টাকা। এর জন্য বর্তমানে প্রায় সব দোকানেই স্ক্যানার বসানো থাকে। কিন্তু এবার এমন একটি কিউআর কোড দিয়ে স্ক্যান করার ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা আপনি আগে কখনও দেখেননি। মেহেন্দির মধ্যে আঁকা হয়েছে কিউআর কোড। আর ফোন দিয়ে স্ক্যান করলেই টাকা পাঠিয়ে দেওয়া যাচ্ছে। এই কাণ্ড দেখে হতবাক অধিকাংশ নেটিজ়েন। ভিডিয়োটি পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

30 অগস্ট শেয়ার করা এই ভিডিয়োটিতে মানুষ প্রচুর লাইক করছে। এখনও পর্যন্ত কয়েক হাজার ভিউ হয়েছে। এই ভিডিয়োটি (@yash_mehndi) নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের। তবে ভাল করে দেখলে বোঝা যায় তারা মোবাইল থেকে QR কোড স্ক্যান করছে না। স্ক্যানিং এবং পেমেন্টের ভিডিয়ো চালানো হচ্ছে তাতে। মোবাইলের স্ক্রিনের নিচের দিকে ভিডিয়ো পজ করার অপশন আসছে, অর্থাৎ ভিডিয়ো চলছে।


এই ভিডিয়ো দেখে অনেকে অনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “ডিজিটাল ভারতে এসবও দেখতে হচ্ছে।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “এই QR কোডটি আসলে কাজ করছে না। সেটা ভাল করে দেখলে বোঝা যাচ্ছে। কিন্তু প্রথমেই এক ঝলকে সবারই মনে হবে যে, মেহেন্দিতে আঁকা কোডটি বুঝি সরাসরি কাজ করছে।”