Viral Video Today: বিগত বেশ কয়েকদিন ধরেই দিল্লি মেট্রোয় কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে। ভাইরাল হওয়ার জন্য মানুষ অনেক কাণ্ডই করছে দিল্লি মেট্রোয়। কখনও কেউ মেট্রোয় স্নান করেছে, আর কখনও কোনও যুগলকে চুমু খেতে দেখা যাচ্ছে। এই সব কিছুর কারণে বেশ কিছুদিন ধরেই শিরোনামে দিল্লি মেট্রো। মেট্রোর ভিতরের অনেক অশ্লীল ভিডিয়ো ভাইরাল হয়েছে। ফলে নেটিজ়েনদের মধ্যে আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে রয়েছে রাজধানীর মেট্রো। কিন্তু এই সব কিছুর পরে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার হাসি থামতে চাইবে না। শুধু মানুষ কেন! তার সঙ্গে ভ্রমনে ব্যস্ত একটি বাঁদরও। তাকে দেখে মেট্রোর সবাই হতবাক। বাঁদরটি কিন্তু একটুও শান্ত হয়ে তার জায়গায় বসে নেই। উল্টে এদিক ওদিক লাফালাফি করছে। এই নতুন যাত্রীকে দেখে আপনার চোখ কপালে উঠবে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বাঁদর মেট্রোর ভিতরে ঢুকে লাফাচ্ছে। বানরটি যেভাবে হাতলগুলি ধরে ওপরে উঠছে, তা দেখে মনে হচ্ছে সে যেন পোল ড্যান্স করছে। সেখানে থাকা বেশিরভাগ লোক তাকে দেখে অবাক হচ্ছে। আর কোথা থেকে এই বাঁদর? এমন একটি প্রশ্ন নিয়েই তার দিকে তাকিয়ে আছে সকলে। অনেকক্ষণ ওভাবে চলার পর সে কিছুটা হাপিয়ে গিয়ে একজন ব্যক্তির পাশে বসল।
ভিডিয়োটি ইনস্টাগ্রামে একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত অনেক লাইক আর ভিউ হয়েছে। ভিডিয়োটি লাইক করেছেন 74 হাজারেরও বেশি মানুষ। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “ও একা একা কীভাবে ঢুকবে? নিশ্চয়ই কেউ ইচ্ছে করে মেট্রোতে এনেছে।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “মানুষের পর এখন মেট্রোতে প্রাণীদের আধিপত্য শুরু হল।”