সোশ্যাস মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখতে আপনার মন ভাল হতে বাধ্য। পশু পাখিদের এমন অনেক ভিডিয়ো ভাইরাল হয়। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে একটি পান্ডা আর সন্তানকে এমনভাবে আদর করছে, তা দেখলে আপনার মুখে হাসি আসতে বাধ্য। যে কোনও শিশুর জন্য, তার মা-ই সবকিছু। পশুর ক্ষেত্রে আর তা আলাদা হবে কীভাবে। ভিডিয়োটি ছোট্ট পান্ডাটি তার মায়ের সঙ্গে খেলেই চলেছে। আর সেই সময় তার মা তাকে আদর করছে। চলুন ভিডিয়োটি দেখে নেওয়া যাক।
চারিদিক বরফে ঢাকা। আর তারই মাঝে একটি পান্ডা বসে আছে। আপনার প্রথমেই যার দিকে চোখ যাবে, তা হল মা পান্ডার কোলে বসে রয়েছে একটি ছোট্ট পান্ডা। সে বার বার তার মায়ের কোল বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে। তার তারপরে আবার নিচে নেমে আসছে। মাও তার সঙ্গে খেলতে ব্যস্ত। তাদের দু’জনকে এভাবে সময় কাটাতে দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না।
Mother and child pic.twitter.com/WlxGSHChom
— Science girl (@gunsnrosesgirl3) September 26, 2023
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এই ক্লিপটি @gunsnrosesgirl3 নামে একটি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন এবং লাইক করেছেন। প্রচুর মানুষ ভিডিয়োটি দেখে কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “মায়ের সঙ্গে কী সুন্দর খেলা করছে।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “মন ভাল করে দেওয়ার মতো একটি ভিডিয়ো এটি।”