Viral Video: এই মহিলার জিভ সাপের মতো চেরা, দিব্বি ঢুকে যাচ্ছে নুডলস; মন শক্ত থাকলে তবেই দেখুন…
Latest Viral Video: এক যুবতির সাপের মতো জীভ। মাঝখান থেকে কাটা। না এটাও তিনি শখে করিয়েছেন। আর সে তার সাপের মতো জীভ বের করে নুডলস খাচ্ছেন, তা দেখে আপনিও শিউরে উঠবেন।
মানুষের কত ধরনেরই না শখ থাকে। সারা শরীরে ট্যাটু থেকে শুরু করে চোখর মণিতে ট্যাটু করা, এই সব কিছুরই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেসব দেখে চোখ কপালে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। কিন্তু এবার এমন এক ভিডিয়ো সামনে এসেছে, যা দেখে হতবাক অধিকাংশ নেটিজ়েন। এক যুবতির সাপের মতো জীভ। মাঝখান থেকে কাটা। না এটাও তিনি শখে করিয়েছেন। আর সে তার সাপের মতো জীভ বের করে নুডলস খাচ্ছেন, তা দেখে আপনিও শিউরে উঠবেন। ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।
ফ্লোরিডার একজন ট্যাটু আর্টিস্ট ভি ডুকেটের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি তার জীভটি অস্ত্রোপচার করে কেটে ফেলেছেন। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই সেই ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ট্যাটু আর্টিস্ট একটি বাটিতে নুডলস নিয়েছেন। তারপরে কিছুটা নুডলস কাটা চামচে তুলে খাচ্ছেন। কিন্তু হঠাৎ দেখা যাবে, তার জীভ বের করে একিয়ে বেকিয়ে তারপরে নুডলসটা মুখে পুরে নিলেন। এই দৃশ্য দেখে অনেকেই অনেক কমেন্ট করেছেন। কেউ কেউ প্রসংশা করলেও অধিকাংশ নেটিজেন কটাক্ষ করেছেন।
View this post on Instagram
ভিডিয়োটি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল ‘viiduquette’-এ শেয়ার করা হয়েছে। তিনি লিখেছেন, “ইন্টারনেটকে কীভাবে অদ্ভুত করে তুলতে হয়, তা আপনি জানি। এটি আমার উপর ছেড়ে দিন, আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা এর কারণে আমাকে খুঁজে পেয়েছেন। 5.3 মিলিয়ন ভিউ হয়েছে। তা দেখে আমি পাগল হয়ে গিয়েছি।”