পান্তুয়া নামটা চেনা নিশ্চয়ই? ছানা দিয়ে তৈরি এই বিখ্যাত মিষ্টির নাম শুনে জিভে জল আসতে বাধ্য। নরম তুলতুলে পান্তুয়া খেতে কিন্তু বেশ লাগে। তবে এই পান্তুয়া ও গোলাবজামুনের মধ্যে একটি ফারাক রয়েছে। পান্তুয়া অনেক বেশি মিষ্টি, সেই সঙ্গে খেতেও লাগে দারুন। গরম পান্তুয়া আর সঙ্গে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম হলেই জমে যায়। আর সেই তুলনায় গোলাব জামুন কিছুটা কম মিষ্টি। কিন্তু কখনও এমন হয়েছে দোকান থেকে গোলাব জামুন অর্ডান করার পর যদি বাক্স খুলে দেখেছেন, তাতে পোকায় কিলকিল করছে। শুনেই কেমন নাক সিঁটকে উঠলেন তো? আদতেই এক ব্যক্তির সঙ্গে এমনটা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিয়ো ভাইরালও হয়েছে। সেই ভিডিয়ো দেখে হতবাক অধিকাংশ নেটিজেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বাক্সে কতগুলি গোলাবজামুন রয়েছে। তার মধ্যে থেকেই একটি গোলাব জামুন থেকে সাদা রঙের একটি পোকা বেরিয়ে আসে। আর তার ভিডিয়ো করেছেন সেই ব্যক্তি। এমনকি তিনি একটি নামকরা দোকান থেকেই এই মিষ্টি কিনেছেন। এটি দেখে গ্রাহক তার হতাশা প্রকাশ করেছেন। ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন- “এখানে একটি পোকাকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। আমি সম্পূর্ণ হতাশ।” এমন ঘটনা দেখে বিরক্তি প্রকাশ করেছেন প্রচুর সংখ্যক নেটিজেন। ভাইরাল ক্লিপটি ইনস্টাগ্রামে (tn38_foodie) নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর চেন্নাইয়ে।
ভিডিয়োটি পোস্ট করতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। 20 নভেম্বর শেয়ার করা এই পোস্টটি খবর লেখা পর্যন্ত 30 হাজারের বেশি লাইক পেয়েছে। এছাড়াও অনেকে অনেক কমেন্ট করেছে এই ভিডিয়োয়। এক ব্যক্তি লিখেছেন, “এই ধরনের খারাপ খাবার কেন বিক্রি করে দোকানদাররা?” আরও এক ব্যক্তি মজার ছলে কমেন্টে লিখেছেন, “পোকাটি খাওয়ার আগে তাড়াতাড়ি আপনি মিষ্টিটা খেয়ে ফেলুন।”