Viral Video: নদীতে স্নান করছিলেন সকলে, দাঁতাল হাতির তাড়া খেয়ে পোশাক ছাড়াই দৌড়….

Latest Viral Video: ভিডিয়োটি টুইটারে শেয়ার করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর ভিউ হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়।

Viral Video: নদীতে স্নান করছিলেন সকলে, দাঁতাল হাতির তাড়া খেয়ে পোশাক ছাড়াই দৌড়....
Follow Us:
| Edited By: | Updated on: Jun 16, 2023 | 11:54 AM

Viral Video Today: বর্তমানে যে হারে বন-জঙ্গল কেটে জনবসতি তৈরি করা হচ্ছে, তাতে আর কিছু বছর পর বনের প্রাণীরা তাদের জায়গা ছেড়ে মানুষের বসতিতে ঢুকে আসবে। যদিও তা ভুল কিছু হবে না। মানুষ যদি তাদের বসতি বাজেয়াপ্ত করতে পারে, তাহলে তাদের তাণ্ডপও মানুষকেই সহ্য করতে হবে। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি হাতিকে রেগে গিয়ে মানুষকে তাড়া করতে দেখা যাচ্ছে। হাতিকে সাধারণত বনের শান্ত আর বুদ্ধিমান প্রাণী বলা হয়। কিন্তু হাতি যখন রেগে যায়, তখন যে কী ভয়াবহ রূপ ধারণ করে তা অনেকেই জানেন না। কিছু ব্যাক্তি নদীতে স্নান করছিল, ঠিক সেই সময়ই সেখানে এসে হাজির হয় একটি হাতি। তারপরে লোকটির সঙ্গে এমন কিছু করেন, যা দেখলে আপনি অবাক হবেন।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, কয়েকজন লোক নদীতে স্নান করছেন। ঠিক তখনই সেখানে একটি প্রকাণ্ড হাতি এসে হাজির হয়। আর লোকটিও তাকে দেখে ভয়ে সব ফেলে ছুটতে থাকে পোশাক ছাড়াই। কিন্তু হাতিটা তার পিছনে দৌড়াতে থাকে। যতক্ষণ না লোকগুলি সেই জায়গা থেকে পালিয়ে যায়, ততক্ষণ হাতিটি থামে না। লোকগুলি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হাতিটি শান্ত হয়ে যায়। তথ্য অনুযায়ী, ভিডিয়োটি উত্তরাখণ্ডের। যে ব্যবহারকারী টুইটারে এই ভিডিয়োটি পোস্ট করেছেন, তিনি লিখেছেন, লোকগুলি কোটদ্বারের সিদ্ধবালি মন্দিরের কাছে অবস্থিত খো নদীতে স্নান করতে এসেছিলেন। তখন হাতিটি তাদের তাড়া করে। আর পালাতে বাধ্য করে।

ভিডিয়োটি টুইটারে শেয়ার করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর ভিউ হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন,”এটিই প্রথমবার নয় যে একটি হাতি মানুষকে তাড়া করেছে। এর আগে, তামিলনাড়ু থেকে একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছিল, যেখানে একটি হাতি তার অঞ্চলে প্রবেশ করা একজনকে তাড়া করেছিল।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “ওদের জায়গায় মানুষ গিয়ে উৎপাত শুরু করলে এটাই হবে।”