Viral Video: বিয়ের সন্ধ্যায় সেজেগুজে গায়ে আগুন লাগিয়ে হেঁটে হেঁটে মণ্ডপে ঢুকল বর-কনে, ভাইরাল হল ভিডিয়ো

Latest Viral Video: ভিডিয়োটি সোশ্যাল পোস্ট করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। নতুন বর-কনের এমন আচরন দেখে হতবাক অধিকাংশ নেটিজ়েন। এক ব্যক্তি ভিডিয়োটিতে কমেন্ট করেছেন, "বিয়ের ঠিক আগের মুহূর্তেই যে কোনও রকম বিপদ ঘটে যেত।"

Viral Video: বিয়ের সন্ধ্যায় সেজেগুজে গায়ে আগুন লাগিয়ে হেঁটে হেঁটে মণ্ডপে ঢুকল বর-কনে, ভাইরাল হল ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Sep 23, 2023 | 7:00 PM

প্রি-ওয়েডিং ফটোশুট তো অনেক শুনেছেন। আজকাল এটা বেশ জনপ্রিয়। বিয়ের করার মাস খানেক আগে থেকেই শুরু হয়ে যায় ফটো করা, ভিডিয়ো করা, তা আবার বিয়ের সময় চালানোও হয়। আর বিভিন্ন থিমেও বিয়ে করতে চান অনেকে। কিন্তু তাই বলে গায়ে আগুন দিয়ে? এ আবার কেমন বিয়ে? আগে কখনও দেখেছেন? ভাইরাল হওয়ার জন্য মানুষ আজকাল কত কী-ই না করছে। শখ পূরণের জন্য নতুন কনে-বডর গায়ে আগুন দিয়ে বিয়ের মন্ডপে ঢুকছেন। আর এমন দৃশ্য দেখে অবাক অধিকাংশ নেটিজেন।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, কনে বর বিয়ের জায়গায় ঢোকার আগে পোশাকে আগুন দিয়ে দিলেন। আর সেই নিয়েই একে অপরের হাত ধরে হাঁটতে থাকলেন। বর-কনে প্রথমে তাদের পোশাকে আগুন ধরিয়ে দেন। তারপর তারা দৌড়ে আসে এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের কাছে এসে পৌছান। সেই সময় ক্যামেরা ম্যানও রেডি। একের পর এক ছবি উঠছে। নববধূ তার হাতে একটি ফুলের তোড়াও ধরে আছে, যাতে আগুন দেওয়া হয়। তারপর তিনি তার হাতে এই ফুলের তোড়া নিয়ে দৌড়ে। বর এবং বর উভয়েই একে অপরের হাত ধরে দৌড়ে এবং বিবাহে উপস্থিত অতিথিদের স্বাগত জানায়। তারপর একটা জায়গায় এসে থামে এবং গায়ের আগুন নিভিয়ে দেয়। বলা হচ্ছে যে এই দম্পতি তাদের বিয়ের দিনটিকে সুন্দর এবং বিশেষ করতে এই বিপজ্জনক স্টাইলে প্রবেশ করেছেন। জানা গিয়েছে দুজনেই প্রফেশনাল স্টান্ট ম্যান।

ভিডিয়োটি সোশ্যাল পোস্ট করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। নতুন বর-কনের এমন আচরন দেখে হতবাক অধিকাংশ নেটিজ়েন। এক ব্যক্তি ভিডিয়োটিতে কমেন্ট করেছেন, “বিয়ের ঠিক আগের মুহূর্তেই যে কোনও রকম বিপদ ঘটে যেত।”