Viral Video: আম-চকলেট এখন ওল্ড ট্রেন্ড, বাজারে হিট ছোলে-বাটুরে আইসক্রিম!

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Updated on: May 22, 2023 | 2:25 PM

Latest Viral Video: বিগত কয়েক বছরে রোল আইসক্রিমও খুব জনপ্রিয় হয়েছে। বিভিন্ন সব ফ্লেভার দিয়ে বানানো হয়। কিন্তু সেই ফ্লেভারের জায়গায় ছোলে-বাটুরে দেওয়া হচ্ছে। এমন আগে খেয়েছেন কি?

Viral Video: আম-চকলেট এখন ওল্ড ট্রেন্ড, বাজারে হিট ছোলে-বাটুরে আইসক্রিম!

Follow us on

Viral Video Today: দু’টো সম্পূর্ণ আলাদা খাবারকে একে অপরের সঙ্গে মিলিয়ে দিলে কেমন হয়? ব্যাপারটা বুঝতে পারলেন না তো? ছোলে-বাটুরে আর আইসক্রিম দু’টো আলাদা খাবারকে একসঙ্গে মিশিয়ে বর্তমানে ভাইরাল হয়েছে ছোলে-বাটুরে আইসক্রিম। শোনার পরেই আইসক্রিম প্রেমীরা ভুরু কুঁচকালেন তো? ম্যাঙ্গো, চকলেট, পেস্তা সব রকমেরই তো আইসক্রিম খেয়েছেন। বিগত কয়েক বছরে রোল আইসক্রিমও খুব জনপ্রিয় হয়েছে। বিভিন্ন সব ফ্লেভার দিয়ে বানানো হয়। কিন্তু সেই ফ্লেভারের জায়গায় ছোলে-বাটুরে দেওয়া হচ্ছে। এমন আগে খেয়েছেন কি? ভিডিয়োটিতে আইসক্রিম বানানোর প্রক্রিয়া দেখলে আপনি অবাক হবেন। চলুন ভিডিয়োটি দেখে নেওয়া যাক।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রথমে ছোলে-বাটুরেকে কাটা হচ্ছে। তারপরে তার মধ্যে আরও সব কিছু দিয়ে, শেষে দুধ ঢেলে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ সব কিছুকে ভালভাবে মেশানোর পরে সেটি জমে গেল। তারপরে ঠিক যেভাবে আইসক্রিম রোল বানানো হয়। সেভাবেই বানিয়ে ফেলা হল ছোলে-বাটুরে আইসক্রিম। আইসক্রিম রোলের উপরে ছোলা, পেঁয়াজ এবং আচার দিয়ে পরিবেশন করেন। শেষে উপর থেকে সসও ছড়িয়ে দেন। আপনি একবার খেয়ে দেখবেন নাকি?

এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে Cravings (@cravingseverytime) নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত এটিতে 2.5 লক্ষেরও বেশি ভিউ হয়েছে। অনেকে অনেক মজার মজার কমেন্টও করেছেন। আবার ভিডিয়োটি দেখার পরে কিছু ব্যবহারকারী রাগে ফুঁসছেন। কেউ বলেছেন,”এভাবে ভাইরাল হওয়ার জন্য সমস্ত কিছুকে খারাপ করার কোনও মানেই নেই।” আরও এক ব্যবহারকারী কমেন্ট করেছেন, “কোনটা খাওয়া বন্ধ করে দেব বুঝতে পারছি না। ছোলে-বাটুরে নাকি আইসক্রিম?”

Latest News Updates

Related Stories
Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla