Viral Video Today:আজকাল পিৎজা, স্যান্ডউইচ বা বার্গার-এর মতো বিভিন্ন খাবারে চিজ় ব্যবহার করা হয়। এমনকি অনেকে চিজ় খেতে ভীষণ পছন্দ করেন। বেশিরভাগ ফাস্ট ফুডেই চিজ় ব্যবহার করা হয়। বেশি চিজ় দেওয়া খাবারগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু এবার এমন একটি ভিডিয়ো সামনে এল, যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য়। এক যুবতী এক মিনিটে 500 গ্রাম মোজারেলা চিজ খেয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। শুনেই চমকে গেলেন তো? ভাবছেন এক মিনিটে কী করে বিনা রান্না করা চিজ় খেয়ে ফেললেন ওই যুবতী। ভিডিয়োটি দেখে আপনি হতবাক হয়ে যাবেন।
এই বিশ্ব রেকর্ড গড়েছেন ইউরোপিয়ান মহিলা লিয়া শ্যাটকেভার। তিনি মাত্র এক মিনিটে 500 গ্রাম মোজারেলা চিজ় খেয়েছেন, যা মোটেই সহজ কাজ ছিল না। এই বিশ্ব রেকর্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হচ্ছে, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট করা হয়েছে। এই ভিডিয়োটি দেখার পর ব্যবহারকারীরাও হতবাক।
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, টেবিলে বসে আছেন লেহ শাটকেভার। মোজারেলা চিজ়ের দুটি বড় টুকরো টেবিলে একটি প্লেটে রাখা হয়েছে। শুরু করতে বলা হলে, লিয়া সঙ্গে সঙ্গে মোজারেলা চিজ় খেতে শুরু করে। সে প্রথমে একটা টুকরো তুলে নিয়ে গিলে খেতে শুরু করে। এটি গিলে ফেলার পর, লিয়া আরেকটি টুকরো তুলে নেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এটি খেয়ে বিশ্ব রেকর্ড তৈরি করেন। ভিডিয়োটি পোস্ট করতেই ঝড়ের বেগে ভাইরাল হয়। এখনও পর্যন্ত অনেকে অনেক কমেন্ট আর শেয়ার করেছেন।