Latest Viral Video: সাপ এবং বেজির লড়াইয়ের অনেক ভিডিয়োই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। কয়েক দিন আগে আমরা সাপ ও বাঁদরের লড়াইয়েরও ভিডিয়ো দেখেছি। খুব সম্প্রতি আবার একটি হরিণের মুখে একটি সাপও ঝুলতে দেখেছি আমরা। সাপ নিয়ে এমন অনেক ভিডিয়োই আমাদের নজরে আসে, যা দেখে হতচকিত হই আমরা। সাপ মানুষের কাছে সবসময়ই ভয় ধরানোর মতো একটা প্রাণী। কিন্তু তা বলে কি সাপ (Snake) ও খরগোশের লড়াই কখনও দেখেছেন আপনি? হ্যাঁ, সেই খরগোশ (Rabbit), আদুরে ছোট্ট একটা প্রাণী, যার গল্প আপনি ছোট্টবেলা থেকে শুনে আসছেন। নেটপাড়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যেখানে একটি সাপ ও খরগোশকে ব্যাপক লড়াই করতে দেখা গিয়েছে।
হতে পারে খরগোশ ছোট প্রাণী। কিন্তু সাপের সঙ্গে সে যেভাবে লড়াই করেছে, তা দেখে আপনার চক্ষু চড়কবৃক্ষে উঠতে পারে। যতবারই সাপটি ও খরগোশকে আক্রমণ করতে যাচ্ছে, ততবারই প্রখর বুদ্ধিমত্তায় পালিয়ে যায় ছোট্ট প্রাণীটি। সাপটি বারবারই ফণা উঁচিয়ে ওই খরগোশের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু বারংবার খরগোশটি মোকাবিলা করতে সক্ষম হয়। শুধু তাই নয়। সাপটিকে এতটাই বিরক্ত ও রাগিয়ে তুলেছিল ওই খরগোশ, তাতে তার ক্ষিপ্রতা আরও কয়েক গুণ বেড়ে যায়।
কিন্তু এই খরগোশও যে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে-ও ক্রমাগত উত্যক্ত করতে থাকে সাপটিকে। শেষে খরগোশের সঙ্গে লড়াই করতে না পেরে পিছু হটে সাপটি। বিরক্ত হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সাপটি। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। উলটপুরাণের এই ঘটনা দেখে মানুষজন অবাক হয়ে গিয়েছেন। কীভাবে একটা খরগোশ ভয়কে জয় করে সাপকে তাড়াতে পারে, সেই প্রশ্নই তুলেছেন নেটিজ়েনরা।
ইনস্টাগ্রামে @gisellegk8 নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে গত 9 জুন। খুব অল্প সময়ের মধ্যেই এই ইনস্টাগ্রাম রিলের ভিউ 40 লাখ ছাপিয়ে গিয়েছে। শুধু তাই নয়। ভিডিয়োতে 1 লাখ 13 হাজারেরও অনেক বেশি লাইক পড়েছে। বহু মানুষ এই ভিডিয়োতে কমেন্ট করেছেন। একজন লিখছেন, ‘আমার মনে হয়, খরগোশটি বাসায় বাচ্চাকে রেখে এসেছিল। তাকে বাচ্চাতেই সে সাপের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।’ দ্বিতীয় একজন যোগ করেছেন, ‘এই ঘটনা দেখে বিস্মিত হলাম। সাপের সঙ্গে যে ভাবে খরগোশটি লড়াই করে গেল, তা সত্যিই দেখার মতো।’