Latest Viral Video: চিন দেশ আমাদের কাছে ভিন দেশ হতে পারে। কিন্তু সেখানকার অবাক করা বিষয়গুলি আমাদের নজর কাড়ে। সে দেশের ট্রেন থেকে শুরু করে তার যাত্রাপথ, রাস্তা থেকে শুরু করে যানবাহন, এসবে বড়ই মোহিত হই আমরা। চিনের (China) সেরকমই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সে দেশেরই কোনও এক শহরে নদীর উপর দিয়ে ভাসমান রাস্তা (Floating Road) দেখা গিয়েছে। আর তার উপর দিয়ে দিব্যি চলছে গাড়িগুলি। ট্রাফিক জ্যামেরা নামগন্ধটুকুও নেই।
ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার Civilsmarts.com নামক একটি পেজ থেকে। এই পেজ থেকে বরাবরই কিছু অত্যাধুনিক প্রযুক্তির ভিডিয়ো শেয়ার করা হয়। এবার সেই পেজ থেকে চিনের ভাসমান রাস্তার অসামান্য ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। দেখা গেল, জল ছুঁয়ে রয়েছে সেই রাস্তা। আর সেই রাস্তার উপরে সার দিয়ে একের পর এক গাড়ি চলে যাচ্ছে।
ভিডিয়োতে অনেকেই জানতে চেয়েছেন, এই রাস্তা কোথায় আছে? সেই সব প্রশ্নের উত্তরে একজন লিখছেন, এই ভাসমান রাস্তাটি নির্মিত হয়েছে দক্ষিণ পশ্চিম চিনের হুবেই প্রদেশের জ়ুয়ানেন কাউন্টিতে। সেখানে শিজিগুয়ান প্রাকৃতিক উদ্যানের ‘স্বপ্নের দীর্ঘ সেতু’ নামে পরিচিত রাস্তাটি। সেতুটি কিংজ়িয়াং নদী পর্যন্ত বিস্তৃত।
তিনি আরও যোগ করে বলছেন, এটি 1,640 ফুট (500 মিটার) দীর্ঘ এবং 4.5 মিটার (15’) চওড়া। ব্রজটি চমকপ্রদ ঘূর্ণায়মান ফিরোজা নদীর উপর নির্মিত, যেখানে জলের গভীরতা 60 মিটার। সেতুটির সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর জন্য নদীতে কোনও বড় ঢেউ তৈরি হয় না। 2016 সালের 1 মে এই সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
এপ্রিল মাসের শেষ দিকে ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল। ভিডিয়োর ভিউ কয়েক লাখ ছাপিয়ে গিয়েছে। প্রায় 8 লাখেরও বেশি মানুষ এই ভিডিয়োটি লাইক করেছেন।