
Viral Video Today: বিগত বেশ অনেকদিন ধরেই ভাইরাল হওয়ার জন্য মানুষ মেট্রোকে কাজে লাগাচ্ছে। আর একের পর এক অদ্ভুত কাণ্ডের ভিডিয়ো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কখনও মেট্রোর ভিরতে হনুমান ঢুকে যাচ্ছে, আবার কখনও কেউ জল এনে স্নান করতে শুরু করে দিচ্ছে। কেউ আবার ভিড় মেট্রোতেই নাচ দেখাচ্ছে। কিন্তু এবার মেট্রোরর ভিতরেই ফ্যাশন শো শুরু করে গিলেন কতজন যুবতি। কিন্তু এবারে আর এই ঘটনা দিল্লি মেট্রোয় হয়নি। তার জায়গায় হয়েছে নাগপুর মেট্রোতে। ডিজাইনার পোশাক পরা একদল মহিলাকে মেট্রোর ভিতর হাঁটতে দেখা গিয়েছে। তাদের দেখে মনে হবে যেন তারা র্যাম্পে হাঁটছে।
এই ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, মেট্রোয় অনেকে বসে রয়েছে। আর তারই মাঝে বিভিন্ন পোশাক পরে হাঁটছে কিছু যুবতি। মহিলাগুলি নাগপুর মেট্রোতে ফ্যাশন ওয়াক করছেন। মেট্রোরেলে উপস্থিত যাত্রীরা হতবাক হয়ে তা দেখছিলেন, কাউকে কাউকে তাদের ভিডিয়ো করতেও দেখা গিয়েছে। এমন দৃশ্য আগে কখনও মেট্রোয় দেখা যায়নি। ভিডিয়োটিতে অনেকজনকে লাইন দিয়ে হেঁটে যেতে দেখা যাচ্ছে।
এই ভিডিয়োটি 27 আগস্ট নাগপুর_এক্সফ্যাক্টর_ ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছিল। এই ইনস্টাগ্রাম রিলটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত 21 লাখ ভিউ ও 1 লাখ 78 হাজার লাইক পেয়েছে। প্রচুর মানুষ এই ভিডিয়োয় কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “তারমানে মেট্রো এই জন্যই চালু করা হয়েছে নাগপুরে?” তবে এর উত্তরে যে ব্যক্তি ভিডিয়োটি পোস্ট করেছেন, তিনি দাবি করেছেন যে, মেট্রো একটি ফ্যাশন ইভেন্টের জন্য বুক করা হয়েছিল।