Viral Video: সন্তানকে নিয়ে খাবারের খোঁজে মহিষ, একসঙ্গে দু’জনকেই উদরস্থ করল সিংহের দল

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 20, 2023 | 6:04 PM

Latest Viral Video: ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছ। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। ভিডিয়োটি @TheBrutalNature আইডি নামে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে।

Viral Video: সন্তানকে নিয়ে খাবারের খোঁজে মহিষ, একসঙ্গে দুজনকেই উদরস্থ করল সিংহের দল

Follow Us

জঙ্গলে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা দেখে চোখে জল আসতে বাধ্য। প্রতি মুহূর্তে বেঁচে থাকার জন্যই লড়াই চালিয়ে যেতে হয় বনের প্রানীদের। সিংহ, বাঘ এবং চিতাবাঘ এই ধরনের বিপজ্জনক প্রাণীদের থেকে সব সময়েই নিজেদের আড়াল করে চলে বনের অন্য সব প্রাণীরা। অনেক শিকারের ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা দেখে শিউরে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যাতে একটি মহিষ তার ছোট ছানাকে নিয়ে বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। আর তখনই সেখানে দুটি সিংহ চলে আসে। বাচ্চাটিকে বাঁচাতে, মা তাদের দিকে এগিয়ে গেলে প্রাণ যায় মা আর শিশু দু’জনেরই। আর ভিডিয়োটি শেষ অবধি দেখলে আপনি কান্নায় ভেঙে পড়তে বাধ্য।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, জঙ্গলের মাঝে একটি মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে মহিষ আর তার বাচ্চা। বাচ্চাটি আগে আগে গেলে মা তার পিছনে যাচ্ছে। হঠাৎই তাদের দেখতে পেয়ে সেখানে দু’টি সিংহ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আর তারপরেই বাচ্চাকে বাঁচাতে মহিষটি সিংহ দু’টির দিকে এগিয়ে যায়। কিন্তু না, জঙ্গলের রাজা হার মানতে নারাজ। তারা দু’জনেই মহিষটির গায়ে চেপে বসে গলা কামড়ে ধরল। অনেকক্ষণ লড়াই চালিয়েও মহিষটি কিছুই করতে পারল না। মা বিপদে পড়েছে দেখে ছোট্ট ছানাটি সেখানে আসতেই অন্য একটি সিংহ এসে তার গায়ে কামড় বসিয়ে দিল। সন্তানকে বাঁচাতে প্রান গেল মায়ের। কিন্তু তা সত্ত্বেও শেষ রক্ষা হল না।


ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছ। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। ভিডিয়োটি @TheBrutalNature আইডি নামে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। মাত্র 59 সেকেন্ডের এই ভিডিয়োটি এখন পর্যন্ত 1.5 লাখেরও বেশি বার দেখা হয়েছে, যখন শত শত মানুষ ভিডিয়োটি লাইকও করেছেন।

Next Article