Viral Video: হস্তিশাবককে শিকার করতে তাড়া করল একদল সিংহ, শেষমেষ ঘুরে গেল খেলা…
Latest Viral Video: এই ভিডিয়োটি ইউটিউবে শেয়ার করা হয়েছে লেটেস্ট সাইটিংস নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে। এখনও পর্যন্ত লাখ লাখ মানুষ দেখেছেন। প্রচুর মানুষ ভিডিয়োটিতে কমেন্টও করেছেন। আর অনেকে লাইক করেছেন ভাইরাল হওয়া এই ভিডিয়ো।

জঙ্গলে এমন অনেক কাণ্ড ঘটে, যা দেখে চোখ ফেরানো দায় হয়ে যায়। আবার তার মধ্যে কিছু শিকারের ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি ছোট্ট হাতিকে দেখে দুটি সিংহ তার পিছনে দৌড়তে শুরু করে। আর তারপরে ভিডিয়োটির শেষে এমন কিছু ঘটে, যা আপনি ভাবতেও পারবেন না। তবে কখন যে কী হয়, তা কারও হাতে থাকে না। আর এই ভিডিয়োটিতেও ঠিক তেমনটাই হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ছোট্ট হাতি তার রাস্তা ভুলে এদিক ওদিক দৌড়াচ্ছে। সে কাউকেই খুঁজে পাচ্ছে না। ফলে কোন দিকে যাবে, কোথায় যাবে বুজে উঠতে না পেরে এদিক ওদিক ছুটছে। ঠিক তখনই দু’টি সিংহ তাকে দেখতে পেয়ে যায়। কিছুক্ষণ লক্ষ্য করার পর তার পিছনে ছুটতে থাকে। আর হাতিটিও তার প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে। তারপরে দু’টি সিংহের সঙ্গে যোগ দেয় আরও একটি সিংহী। একটা সময়ের পরে আপনার মনে হবে তারা সবাই মিলে হাতিটিকে ধরেই ফেলবে। কিন্তু সে তার রাস্তা চিনে দৌড়ে নিজের এলেকায় ঢুকে পড়ে। আর তা দেখতে পেয়ে সেখানেই থেমে যায় তারা। ফলে জীবন বাঁচাতে হাতিটি পালিয়ে যায়।
এই ভিডিয়োটি ইউটিউবে শেয়ার করা হয়েছে লেটেস্ট সাইটিংস নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে। এখনও পর্যন্ত লাখ লাখ মানুষ দেখেছেন। প্রচুর মানুষ ভিডিয়োটিতে কমেন্টও করেছেন। আর অনেকে লাইক করেছেন ভাইরাল হওয়া এই ভিডিয়ো।
