Viral Video: সাইক্লোনের দাপটে ভাসছে গাড়ি-বাড়ি, এদিকে রাস্তায় বড় বড় মাছ ধরছে মানুষ!

Latest Viral Video: সব দুর্যোগকেই যে সুযোগে পরিণত করতে পারে ভারতীয়রা, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আর তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ভারী বর্ষণে চারিদিকে জেরবার অবস্থা, সেখানে রাস্তায় দুই যুবককে মাছ ধরতে দেখা যাচ্ছে। আর তা দেখে হতবাক অধিকাংশ নেটিজেন।

Viral Video: সাইক্লোনের দাপটে ভাসছে গাড়ি-বাড়ি, এদিকে রাস্তায় বড় বড় মাছ ধরছে মানুষ!
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2023 | 4:15 PM

ঘূর্ণিঝড় মিচং দক্ষিণ ভারতে ভয়ানকভাবে আচড়ে পড়েছে। বিশেষ করে চেন্নাইয়ের অবস্থা খারাপ থেকে অতি খারাপের দিকে যাচ্ছে। গত দুই দিন ধরে টানা বর্ষণে বিপর্যস্ত বেশিরভাগ এলাকা। ফলে সোশ্যাল মিডিয়ায় সেই ভয়ানক বন্যার কিছু ভিডিয়ো ভাইরালও হচ্ছে। তবে সব দুর্যোগকেই যে সুযোগে পরিণত করতে পারে ভারতীয়রা, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আর তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ভারী বর্ষণে চারিদিকে জেরবার অবস্থা, সেখানে রাস্তায় দুই যুবককে মাছ ধরতে দেখা যাচ্ছে। আর তা দেখে হতবাক অধিকাংশ নেটিজেন।

একটি (@Learnedpolitics) অ্যাকাউন্টের মাধ্যমে এক্স-এ পোস্ট করা হয়েছে, মাত্র 30 সেকেন্ডের ভিডিয়ো দেখলেই ভাবতে পারবেন মানুষ যে কোনও কিছুতেই নিজের আনন্দ খুঁজে নিতে পারে খুব সহজে। ভাইরাল হওয়া ভিডিয়োয় ঠিক কী দেখা যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি যুবক দু’হাত দিয়ে বিরাট একটি মাছকে জড়িয়ে ধরে রয়েছে। মাছের আকার দেখে আপনার চোখ কপালে উঠবে। মাছটিও বার বার ফসকে যাচ্ছে। তবে এত বড় মাছ রাস্তায় সাঁতার কাটার সম্ভবনা খুবই কম। যতদূর সম্ভব ট্রাক বা গাড়িতে মাছ নিয়ে যাওয়া হচ্ছিল সেটা থেকেই পড়ে গিয়েছে। এক ব্যক্তি একটি বড় মাছটিকে হাত দিয়ে ধরে নিয়ে যাচ্ছেন। এদিকে মাছটি একসময় হাত থেকে পিছলে মাটিতে পড়ে যায়। সে মাছটিকে আবার ধরে ফেলে।

5 ডিসেম্বর শেয়ার করা এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 4 লাখের বেশি ভিউ পেয়েছে। একইসঙ্গে লাইক করেছেন প্রায় পাঁচ হাজার মানুষ। এছাড়াও অনেকে অনেক কমেন্ট করেছেন এই ভিডিয়োয়। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন,”হতেই পারে রাস্তার জলেই এই মাছ ছিল। কারণ আরও এক ব্যক্তিকে মাছ ধরতে দেখা যাচ্ছে।”