Viral Video: কড়াইয়ে প্রথমে পড়ল তরমুজ, তারপর ভুট্টার দানা; 30 সেকেন্ডে তৈরি ‘ওয়াটারমেলন পপকর্ন’

Latest Viral Video: এই ভিডিয়োটি @ThebestFigen হ্যান্ডেল সহ মাইক্রোব্লগিং সাইট X-এ পোস্ট করা হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর কমেন্ট আর শেয়ার হয়েছে। এখনও পর্যন্ত 29.7 মিলিয়ন (প্রায় 3 কোটি) ভিউ এবং 4 লাখ 57 হাজার লাইক হয়েছে।

Viral Video: কড়াইয়ে প্রথমে পড়ল তরমুজ, তারপর ভুট্টার দানা; 30 সেকেন্ডে তৈরি 'ওয়াটারমেলন পপকর্ন'
Follow Us:
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 5:22 PM

সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের খাবারের ভিডিয়োই ভাইরাল হয়। তার মধ্যেই এমন কিছু অদ্ভুত খাবার থাকে, যা দেখে খাদ্য রসিকদের মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। কিন্তু সেই সব খাবারের মধ্যে কিছু খাবার দেখে বাড়িতেও একবার করে দেখার ইচ্ছে জাগে। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার আপনার মনে হতেই পারে, কোন খাবারের কথা বলা হচ্ছে? আসলে আপনাকে পপকর্নের কথা বলা হচ্ছে। অনেক ধরনের পপকর্নই তো খেয়েছেন, বাটার পপকর্ন, সল্ট পপকর্ন, আরও কত কী। কিন্তু কখনও কি ‘তরমুজ পপকর্ন’ খেয়েছেন। আর এই রেসিপিই নেটিজ়েনের নজর কেড়েছে। রেসিপিটি দেখলে আপনিও একবার বাড়িতে এভাবে পপকর্ন বানিয়ে নিতে চাইবেন।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি প্যান গরম করে প্রথমে তাতে তরমুজের একটি টুকরো দিয়ে দেওয়া হল। তারপরে তাতে দিয়ে দেওয়া হল কিছু ভুট্টার দানা। তরমুজের টুকরোটিকে খুন্তি দিয়ে ভাল করে নেড়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেওয়া হল। ব্যাস তারপরেই ভুট্টার দানা তার সাদা রং পাল্টে লাল হয়ে গেল। আর সেই সঙ্গে প্যান ভর্তি পপকর্ন তৈরি হয়ে গেল। এই ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। আপনিও একবার বানিয়ে দেখবেন নাকি এই ‘তরমুজ পপকর্ন’।

View this post on Instagram

A post shared by Fun food1.O (@funfood1.o)

এই ভিডিয়োটি @ThebestFigen হ্যান্ডেল সহ মাইক্রোব্লগিং সাইট X-এ পোস্ট করা হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর কমেন্ট আর শেয়ার হয়েছে। এখনও পর্যন্ত 29.7 মিলিয়ন (প্রায় 3 কোটি) ভিউ এবং 4 লাখ 57 হাজার লাইক হয়েছে। এই ইন্সটা রিল পোস্ট করে লেখা হয়েছে- “ঘরে তৈরি করুন তরমুজ পপকর্ন। খুব সুস্বাদু।” এই রেসিপিটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “দেখে ভাল লাগল যে, সত্যি সত্যিই তরমুজ ব্যবহার করা হয়েছে। রঙ নয়।”