Viral Video: দশাসই চেহারার অজগর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল যুবতীকে, হাড় হিম করা ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 21, 2023 | 4:41 PM

Latest Viral Video: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে স্নেকরিলম নামের আইডি দিয়ে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত এক লাখেরও বেশি ভিউ হয়েছে, অন্যদিকে 5 হাজারের বেশি মানুষ ভিডিয়োটি লাইকও করেছেন। এছাড়াও প্রচুর মানুষ এই ভিডিয়োয় কমেন্ট করেছেন।

Viral Video: দশাসই চেহারার অজগর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল যুবতীকে, হাড় হিম করা ভিডিয়ো

Follow Us

সাপের এমন কিছু ভিডিয়ো ভাইরাল হয়, যা হতবাক করে দেয়। কখনও কেউ সাপকে সাবান দিয়ে স্নান করায়। আবার কখনও সাপকে চুমু খেতে দেখা যায়। কেউ আবার সাপকে গায়ে নিয়ে ঘুমোয়। সেই সাপের তালিকায় যে অজগর থাকে না, তা কিন্তু একেবারেই নয়। কোবরা আর অজগরকে নিয়েই এই সব অদ্ভুত কাণ্ড করে মানুষ। তার কিছুটা যদিও ভাইরাল হওয়ার জন্যই। কিন্তু এই সবের মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে আপনি শিউরে উঠতে বাধ্য। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োয় এক মহিলা তার ওজনের বহুগুণ বেশি একটি অজগরকে শরীরে পেচিয়ে দাঁড়িয়ে আছেন। আর এই দৃশ্য দেখেই হতবাক অধিকাংশ নেটিজ়েন।

ভাইরাল হওয়া ভিডিয়োয় আপনি দেখতে পাচ্ছেন, এক মহিলা বিরাট বড় অজগর কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন। তেমনকি সেটিকে এমনভাবে আদর করছে যেন এটি আসল নয় বরং নকল সাপ। অজগরটি তার শরীরের চারপাশে জড়িয়ে আছে। আর শরীরের মধ্যেই এদিক ওদিক করছে। সম্ভবত সাপটি ওজনে এতটাই ভারী যে, মহিলাটি কোনও মতো তাকে সামলে নিচ্ছে। এই ভিডিয়োটি ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে স্নেকরিলম নামের আইডি দিয়ে শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত এক লাখেরও বেশি ভিউ হয়েছে, অন্যদিকে 5 হাজারের বেশি মানুষ ভিডিয়োটি লাইকও করেছেন। এছাড়াও প্রচুর মানুষ এই ভিডিয়োয় কমেন্ট করেছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “মহিলাটি বুঝতেও পারছে না, যখন তখন সাপটি তাকে খেয়ে ফেলতে পারে।”

Next Article